সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হস্টেলে ভূতের ভয়! যার জেরে হস্টেল ছেড়ে বাড়ি যাওয়ার দাবি ছাত্রীদের। তবে অনড় কর্তৃপক্ষ। আর এই নিয়েই দুর্গাপুরের (Durgapur) বিধাননগর এলাকায় একটি বেসরকারি হস্টেল চত্বরে বিক্ষোভ ছাত্রীদের।
জানা গিয়েছে, দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের বিধাননগরের ওই বেসরকারি হস্টেলে রাত হতেই নাকি বিভিন্ন ভৌতিক শব্দ শোনা যায়। এমনটাই অভিযোগ হস্টেলের আবাসিকদের। এর ফলে রীতিমতো ভীত সন্ত্রস্ত বেসরকারি হস্টেলে থাকা ছাত্রীরা। গত এক সপ্তাহ ধরে হস্টেল চত্বরে সন্ধ্যার পর থেকে বিভিন্ন শব্দ শোনা যায় বলে অভিযোগ করেছেন তাঁরা। বিধাননগরের এই জায়গায় রয়েছে বিভিন্ন নামিদামি স্কুল কলেজ এবং হস্টেল। ছাত্রীরা এবং ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, হস্টেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। হস্টেলের আবাসিকদের দাবি, অন্য জায়গায় তাঁদের হস্টেলের ব্যবস্থা করতে হবে বা তাঁদের বাড়ি যেতে দিতে হবে।
[আরও পড়ুন: Malda: অষ্টম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, সালিশি সভার নিদান অমান্য করায় একঘরে নির্যাতিতার পরিবার]
এই হস্টেলে মোট ৯৮ জন ছাত্রী থাকেন। দুর্গাপুরের শোভাপুরের পাশে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই সমস্ত পড়ুয়ারা সেখানে নার্সিং ট্রেনিং করেন। যদিও পড়ুয়াদের এই দাবি মানতে নারাজ হস্টেল কর্তৃপক্ষ। সেখানকার আধিকারিক শিউলি মুখোপাধ্যায় জানান, “সামনে পরীক্ষা। সেজন্যেই পড়ুয়ারা এইরকম উদ্ভট দাবি করছে। অন্যত্র হস্টেলের ব্যবস্থা করা যাবে না। যাঁরা বাড়ি যেতে চায় তাঁরা আবেদন করে বাড়ি যেতে পারেন।” ‘ভূত কাণ্ড’ নিয়ে আতঙ্ক গ্রাস করে রেখেছে পড়ুয়াদের। এরই প্রতিবাদে সোমবার দুপুর থেকে হস্টেলের মধ্যেই বিক্ষোভ শুরু করে পড়ুয়ারা এবং তাঁদের অভিভাবকরা। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।