shono
Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি মাসেই ফের NEET, কারা দিতে পারবেন এই পরীক্ষা?

জেনে নিন পরীক্ষার তারিখ।
Posted: 01:29 PM Oct 12, 2020Updated: 04:05 PM Oct 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতে মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। মহামারী পরিস্থিতিতে অনেকেই NEET দিতে পারেননি। তাঁদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

সোমবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে ১৪ অক্টোবর দ্বিতীয়বার NEET নেওয়া হবে। ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর। কারা সেই পরীক্ষায় বসতে পারবেন? এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা করোনা সংক্রমিত হওয়ার দরুণ পরীক্ষায় বসতে পারেননি, কিংবা কনটেনমেন্ট জোন এলাকায় বাড়ি হওয়ায় পরীক্ষা দিতে পারেননি, তাঁরাই ১৪ অক্টোবরের পরীক্ষায় বসতে পারবে। 

[আরও পড়ুন : CRPF জওয়ানদের উপর হামলার বদলা, শ্রীনগরে যৌথবাহিনীর গুলিতে ঝাঁজরা দুই জেহাদি]

করোনা আবহে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা পিছতে চেয়ে পশ্চিমবঙ্গ-সহ ৬ অ-বিজেপি রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের সেই আবেদন খারিজ হয়। কেন্দ্রের নির্দিষ্ট করে দেওয়া দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন (Review Petetion) দায়ের করা হয়। সেই আবেদনও খারিজ হয়ে যায়। ১৩ সেপ্টেম্বর পরীক্ষা হয়।

[আরও পড়ুন : ‘আমাদের মেয়েদের স্পর্শ করলেই মৃত্যুদণ্ড’, লাভ জিহাদ নিয়ে বিস্ফোরক অসমের স্বাস্থ্যমন্ত্রী]

কিন্তু বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন অনেকে। এর প্রেক্ষিতেই সোমবার আরও একদফা পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এ নিয়ে কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement