shono
Advertisement

‘বিজেপি মিটিং-মিছিলের অনুমতি পেলেও, পাচ্ছে না সিপিএম’, অভিযোগ সূর্যর

পালটা তোপ ফিরহাদ হাকিমের৷ The post ‘বিজেপি মিটিং-মিছিলের অনুমতি পেলেও, পাচ্ছে না সিপিএম’, অভিযোগ সূর্যর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:44 PM Nov 19, 2018Updated: 08:44 PM Nov 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “রাজ্য সরকার বিজেপিকে রথযাত্রার অনুমতি দিচ্ছে, কিন্তু আমাদের মিটিং মিছিলের অনুমতি দিচ্ছে না৷” ঠিক এই ভাষাতেই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সূর্যকান্ত মিশ্র৷ অভিযোগ করলেন, সিপিএম কোনও কর্মসূচি পালন করতে চাইলে তা আটকে দিচ্ছে রাজ্য সরকার৷ যদিও সিপিএম রাজ্য সম্পাদকের এই অভিযোগ কানে তুলতে নারাজ রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ বামেদের বিজেপির ‘বি-টিম’ বলে পালটা কটাক্ষ করেন তিনি৷

Advertisement

[বিপন্ন দেশের গণতন্ত্র, একজোট হওয়ার বার্তা নায়ডু-মমতার]

সাংবাদিক সম্মেলনে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র৷ প্রথমে ‘সাম্প্রদায়িক শক্তি’ বলে তিনি কটাক্ষ করেন
বিজেপিকে৷ এরপর অভিযোগ করেন, গেরুয়া শিবিরকে রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালনের অনুমতি দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু সিপিএম-কে দেওয়া হচ্ছে না৷ ঠারেঠোরে বোঝাতে চাইলেন, “মুখে বিরোধিতার কথা বললেও, আসলে এরাজ্যে বিজেপিকে সাহায্যই করছে শাসক দল৷” সূর্যকান্ত মিশ্রের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷পালটা কটাক্ষে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী জানান, বাম সমর্থকরাই এখন জামা বদলে বিজেপিতে নাম লিখিয়েছেন৷ বিজেপির ‘বি-টিম’ হিসাবে কাজ করছে বামেরা৷ কেবল ফিরহাদ হাকিমই নন, কয়েকদিন আগে একই ভাষায় বামেদের আক্রমণ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনিও অভিযোগ করেন, বামেদের কেউ কেউ বিজেপির হয়ে কাজ করছে৷

[‘কী কথা মন্থরার মুখে!’ সিঙ্গুর ইস্যুতে বিরোধীদের কটাক্ষ কৃষিমন্ত্রীর]

রথযাত্রা নিয়ে প্রত্যেকদিনই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ তবে তৃণমূল-বিজেপি কাজিয়ার মধ্যে হাত গুটিয়ে বসে থাকতে নারাজ সিপিএম কর্তারা৷ রাজনৈতিক মানচিত্রে টিকে থাকতে বিজেপির রথযাত্রার আগেই তাই পথে নামতে চলেছেন তাঁরা৷ বিজেপির রথযাত্রার আগেই তারাপীঠ, কোচবিহার ও সাগরে আগাম মিছিল করবেন আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা৷ নেতৃত্বে থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর মতো নেতারা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লেখার কাজও৷ আগামী ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর রাজ্যের তিনপ্রান্তে রথযাত্রা কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি৷ যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা ও যোগী আদিত্যনাথ-সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের৷ বিজেপির এই কর্মসূচিকে ‘রাবণ যাত্রা’ বলে আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জন্য ঘোষণা করেছেন এর পালটা কর্মসূচিও৷

The post ‘বিজেপি মিটিং-মিছিলের অনুমতি পেলেও, পাচ্ছে না সিপিএম’, অভিযোগ সূর্যর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement