shono
Advertisement
Suryakumar Yadav

বুচিবাবু টুর্নামেন্টে আচমকা চোট সূর্যর, দলীপ ট্রফিতে খেলতে পারবেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক?

বুচিবাবু টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে ব্যর্থ ব্যাটার সরফরাজ খান ও শ্রেয়স আইয়ার।
Published By: Arpan DasPosted: 10:28 PM Aug 30, 2024Updated: 11:24 PM Aug 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে দলীপ ট্রফি। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে অনেক ভারতীয় তারকার সঙ্গে খেলবেন সূর্যকুমার যাদবও। কিন্তু তার আগেই চোটের আতঙ্ক ভারতের টি-টোয়েন্টি অধিনায়ককে ঘিরে। বুচিবাবু টুর্নামেন্টে খেলতে গিয়ে হাতে চোট পেলেন 'স্কাই'। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাঁকে।

Advertisement

এদিন মুম্বইয়ের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান সূর্য। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের সঙ্গে স্লিপে ফিল্ডিং করছিলেন তিনি। সেই সময় মুশির খানের বল বিপক্ষের ব্যাটার খোঁচা দেন সেই দিকেই। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে সেই বল আটকানোর চেষ্টা করেন সূর্য। তাঁর হাত থেকে বল ফসকে গেলেও ব্যথায় ডানহাত ধরে বসে পড়েন তিনি।

[আরও পড়ুন: ‘মোহনবাগানের অধিনায়ক হিসেবে আই লিগ জেতাই সেরা মুহূর্ত’, অবসরের পর স্মৃতিচারণ ‘বাজপাখি’ শিল্টনের]

বলের সঙ্গে তাঁর স্পর্শ খুব একটা জোরাল মনে না হলেও, সূর্য যে চোট পেয়েছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মুম্বই ক্রিকেটের মেডিক্যাল স্টাফরা দ্রুত তাঁর পরিচর্যা শুরু করেন। যদিও তাতে সমস্যা মেটেনি। শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। শুধু তাঁর চোট নয়, বুচিবাবু টুর্নামেন্টের গ্রুপ স্টেজের ম্যাচে সমস্যাতেই রয়েছে মুম্বই। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ তাদের সামনে বিরাট রানের লক্ষ্য রেখেছে। প্রথম ইনিংসে রীতিমতো ধরাশায়ী হয় মুম্বই। ব্যর্থ হন ভারতের দুই তারকা ব্যাটার সরফরাজ খান ও শ্রেয়স আইয়ার।

[আরও পড়ুন: গুরু মানেন অভিনব বিন্দ্রাকে, পর পর দুই প্যারালিম্পিকে সোনা জিতে নয়া ইতিহাস অবনীর]

তার সঙ্গে চিন্তা বাড়বে ভারতীয় দলেরও। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দলীপ ট্রফি। প্রথম দিনই ইন্ডিয়া-সি দলের ম্যাচ রয়েছে। যে দলে আছেন সূর্য। কিন্তু সেখানে তিনি খেলতে পারবেন কিনা, সেটাতেও নজর থাকবে। যদিও তাঁর চোট কতটা গুরুতর তা এখনও বলা যাচ্ছে না। সম্প্রতি সূর্য জানিয়েছিলেন, ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলাই তাঁর লক্ষ্য। দলীপ ট্রফি সেটার মঞ্চ হয়ে উঠতে পারে। কিন্তু চোট কতটা তার উপরই নির্ভর করবে সূর্যর দলীপ ট্রফির ভবিষ্যৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে দলীপ ট্রফিতে।
  • ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে অনেক ভারতীয় তারকার সঙ্গে খেলবেন সূর্যকুমার যাদবও।
  • কিন্তু তার আগেই চোটের আতঙ্ক ভারতের টি-টোয়েন্টি অধিনায়ককে ঘিরে।
Advertisement