shono
Advertisement

রাষ্ট্রসংঘের মঞ্চে পাক বিদেশমন্ত্রীকে দেখে মুখ ফেরালেন সুষমা

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে আক্রমণ৷ The post রাষ্ট্রসংঘের মঞ্চে পাক বিদেশমন্ত্রীকে দেখে মুখ ফেরালেন সুষমা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Sep 28, 2018Updated: 05:22 PM Sep 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের মঞ্চে দেখা হল দুই রাষ্ট্রনেতার, কিন্তু কথা বললেন না তাঁরা কেউই৷ সূত্রের খবর, পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে দেখে কার্যত মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ কেবল এড়িয়ে যাওয়াই নয়, আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের লেজে গোবরে অবস্থা করে ছাড়লেন ভারতের বিদেশমন্ত্রী৷ সার্ক বৈঠকের প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন পাকিস্তানকে৷ বললেন, থমকে যাওয়া সার্ক রাষ্ট্রগুলির এক টেবিলে বসা তখনই সম্ভব হবে, যখন দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসমুক্ত করা যাবে৷ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে৷

Advertisement

[রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল বিমান, তাজ্জবভাবে অক্ষত সব যাত্রী]

সুষমার এই বক্তব্যের পর মুখ খুলেছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও৷ নাম না করে ভারতকে আক্রমণ করেছেন তিনি৷ পাক বিদেশমন্ত্রীর বক্তব্য, ”সার্ক রাষ্ট্রগুলির মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে উন্নত হচ্ছে একথা নিঃসন্দেহে বলা যায়৷ তবে এক্ষেত্রে একটি দেশ প্রতিকূলতার সৃষ্টি করছে৷ আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে৷” এখানেই শেষ নয়, রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্যকে অস্পষ্ট বলেও খোঁচা দেন পড়শি দেশের মন্ত্রী মহম্মদ শাহ কুরেশি৷ এরপরেই তাঁকে প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের বিষয়ে৷ পাক বিদেশমন্ত্রী জানান, শারীরিক অসুস্থতার জন্য বৈঠকের মাঝ পথেই বিদায় নেন সুষমা৷ ফলে আর কথা এগোয়নি৷

[আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা, ইরান থেকেই তেল কিনবে ভারত]

২০১৬-র উরি হামলার পর থেকেই অনিশ্চিত সার্ক বৈঠকের ভবিষ্যৎ৷ জম্মু-কাশ্মীরের বায়ু সেনা ঘাঁটিতে পাক মদতপুষ্ট জঙ্গিদের ভয়াবহ হামলার পরেই পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করার কথা ঘোষণা করে ভারত৷ নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে একই ভাবে সার্চ বৈঠকে যোগদান করবে না বলে জানায়, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ ও আফগানিস্তান৷ ফলরে গত দু’বছর ধরে বন্ধ রয়েছে সার্ক বৈঠক৷ সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় আলোচনার টেবিলে বসেন সার্ক অন্তর্ভুক্ত দেশগুলি৷ যদিও সেখান থেকে কোনও সমাধান সূত্র মিলেছে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে কূটনৈতিক মহল৷

The post রাষ্ট্রসংঘের মঞ্চে পাক বিদেশমন্ত্রীকে দেখে মুখ ফেরালেন সুষমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement