shono
Advertisement

‘সন্ত্রাসবাদ ইস্যু না হলে এসপিজি নিরাপত্তা ছাড়ুন’, সুষমার নিশানায় রাহুল

বালাকোট স্ট্রাইক নিয়ে বিরোধীদের আক্রমণ বিদেশমন্ত্রীর৷ The post ‘সন্ত্রাসবাদ ইস্যু না হলে এসপিজি নিরাপত্তা ছাড়ুন’, সুষমার নিশানায় রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:04 PM Apr 06, 2019Updated: 05:04 PM Apr 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে রাহুল গান্ধীকে একহাত নিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ কংগ্রেস সভাপতির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, সন্ত্রাসবাদ কোনও ইস্যু না হলে, নিজের এসপিজি নিরাপত্তা ছেড়ে দিয়ে দেখান রাহুল গান্ধী৷ পাশাপাশি, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়েও আবার বিরোধীদের নিশানা করলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন:  যোগীকে খুনি ও কল্যাণ সিংকে ক্রিমিনাল বলে কটাক্ষ আজম খানের  ]

হায়দরাবাদে একটি নির্বাচনী প্রচার সভায় বিদেশমন্ত্রী বলেন, ‘‘উনি (রাহুল গান্ধী) বলেন কর্মসংস্থান ইস্যু কিন্তু সন্ত্রাসবাদ কোনও ইস্যু নয়৷ আমি রাহুল গান্ধীজিকে বলতে চাই, যদি সন্ত্রাসবাদ কোনও ইস্যু না হয়, যদি দেশে সন্ত্রাসবাদের সমস্যা না থাকে তবে উনি কেন এসপিজি-র নিরাপত্তা নিয়ে ঘুরছেন? প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর থেকে তাঁর পরিবারের সকলে এসপিজি নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন৷ প্রত্যেকে এই নিরাপত্তা ভোগ করছেন৷ যদি সত্যি আপনি মনে করেন দেশের সন্ত্রাসবাদ কোনও সমস্যা নয়, তবে এসপিজি নিরাপত্তা ছেড়ে দিন৷ লিখিত ভাবে জানান আপনাদের নিরাপত্তা প্রয়োজন নেই৷ কারণ দেশে কোনও সন্ত্রাসের সমস্যা৷ এবং আপনারা কাউকে ভয় পান না৷’’ প্রসঙ্গত, নিরাপত্তার বিষয়ে আগেও সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কংগ্রেসের সহ-সভাপতি থাকাকালীন এসপিজি নিরাপত্তা ত্যাগ করতে চেয়েছিলেন তিনি৷ যদিও তাঁর সেই দাবি মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার৷ উলটে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, লুকিয়ে বিদেশ সফরে যাওয়ার জন্যই কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করতে চান রাহুল গান্ধী৷

[ আরও পড়ুন:  ‘বিজেপিতে ওয়ান ম্যান শো চলছে’, কংগ্রেসের হাত ধরেই মোদিকে আক্রমণ শত্রুঘ্নর ]

এদিন বিদেশমন্ত্রী এও জানান, বালাকোট এয়ারস্ট্রাইকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে একাধিক বিদেশি রাষ্ট্র তাঁকে স্বাগত জানিয়েছে৷ ভারতের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন তাঁরা৷ পাশাপাশি, এই স্ট্রাইকের পর বিরোধীদের অবস্থান নিয়েও তাঁদের নিশানা করেন বিদেশমন্ত্রী৷ অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রীর উপর ভরসা নেই বিরোধীদের৷ তাই এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের ভাষায় কথা বলেন বিরোধীরা৷ তাঁরা এয়ারস্ট্রাইকের প্রমাণ চান৷ এমনকী আরও একবার পূর্বতন ইউপিএ সরকারেরও সমালোচনা করেন সুষমা স্বরাজ৷ অভিযোগ করেন, ২০০৮-এর মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান৷ ভয়ংকরতম ওই জঙ্গি হানার মৃত্যু হয় ১৬৬ জনের৷ যাঁদের মধ্যে ৪০ জন বিদেশি ছিলেন৷ কিন্তু তাঁদের বিচার দিতে ব্যর্থ হয় কংগ্রেস৷

The post ‘সন্ত্রাসবাদ ইস্যু না হলে এসপিজি নিরাপত্তা ছাড়ুন’, সুষমার নিশানায় রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement