সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে রাহুল গান্ধীকে একহাত নিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ কংগ্রেস সভাপতির উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন, সন্ত্রাসবাদ কোনও ইস্যু না হলে, নিজের এসপিজি নিরাপত্তা ছেড়ে দিয়ে দেখান রাহুল গান্ধী৷ পাশাপাশি, বালাকোট এয়ারস্ট্রাইক নিয়েও আবার বিরোধীদের নিশানা করলেন তিনি৷
[ আরও পড়ুন: যোগীকে খুনি ও কল্যাণ সিংকে ক্রিমিনাল বলে কটাক্ষ আজম খানের ]
হায়দরাবাদে একটি নির্বাচনী প্রচার সভায় বিদেশমন্ত্রী বলেন, ‘‘উনি (রাহুল গান্ধী) বলেন কর্মসংস্থান ইস্যু কিন্তু সন্ত্রাসবাদ কোনও ইস্যু নয়৷ আমি রাহুল গান্ধীজিকে বলতে চাই, যদি সন্ত্রাসবাদ কোনও ইস্যু না হয়, যদি দেশে সন্ত্রাসবাদের সমস্যা না থাকে তবে উনি কেন এসপিজি-র নিরাপত্তা নিয়ে ঘুরছেন? প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর থেকে তাঁর পরিবারের সকলে এসপিজি নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন৷ প্রত্যেকে এই নিরাপত্তা ভোগ করছেন৷ যদি সত্যি আপনি মনে করেন দেশের সন্ত্রাসবাদ কোনও সমস্যা নয়, তবে এসপিজি নিরাপত্তা ছেড়ে দিন৷ লিখিত ভাবে জানান আপনাদের নিরাপত্তা প্রয়োজন নেই৷ কারণ দেশে কোনও সন্ত্রাসের সমস্যা৷ এবং আপনারা কাউকে ভয় পান না৷’’ প্রসঙ্গত, নিরাপত্তার বিষয়ে আগেও সরকারের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ কংগ্রেসের সহ-সভাপতি থাকাকালীন এসপিজি নিরাপত্তা ত্যাগ করতে চেয়েছিলেন তিনি৷ যদিও তাঁর সেই দাবি মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার৷ উলটে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, লুকিয়ে বিদেশ সফরে যাওয়ার জন্যই কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করতে চান রাহুল গান্ধী৷
[ আরও পড়ুন: ‘বিজেপিতে ওয়ান ম্যান শো চলছে’, কংগ্রেসের হাত ধরেই মোদিকে আক্রমণ শত্রুঘ্নর ]
এদিন বিদেশমন্ত্রী এও জানান, বালাকোট এয়ারস্ট্রাইকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নিয়ে একাধিক বিদেশি রাষ্ট্র তাঁকে স্বাগত জানিয়েছে৷ ভারতের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন তাঁরা৷ পাশাপাশি, এই স্ট্রাইকের পর বিরোধীদের অবস্থান নিয়েও তাঁদের নিশানা করেন বিদেশমন্ত্রী৷ অভিযোগ করেন, দেশের প্রধানমন্ত্রীর উপর ভরসা নেই বিরোধীদের৷ তাই এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের ভাষায় কথা বলেন বিরোধীরা৷ তাঁরা এয়ারস্ট্রাইকের প্রমাণ চান৷ এমনকী আরও একবার পূর্বতন ইউপিএ সরকারেরও সমালোচনা করেন সুষমা স্বরাজ৷ অভিযোগ করেন, ২০০৮-এর মুম্বই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান৷ ভয়ংকরতম ওই জঙ্গি হানার মৃত্যু হয় ১৬৬ জনের৷ যাঁদের মধ্যে ৪০ জন বিদেশি ছিলেন৷ কিন্তু তাঁদের বিচার দিতে ব্যর্থ হয় কংগ্রেস৷
The post ‘সন্ত্রাসবাদ ইস্যু না হলে এসপিজি নিরাপত্তা ছাড়ুন’, সুষমার নিশানায় রাহুল appeared first on Sangbad Pratidin.