shono
Advertisement

Breaking News

মেয়েদের জন্যই এখনও ‘আইবুড়ো’! বিয়ে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য় সুস্মিতা সেনের

ব্যক্তিগতজীবন নিয়ে বড় কথা ফাঁস অভিনেত্রীর।
Posted: 02:46 PM Aug 21, 2023Updated: 02:46 PM Aug 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরকাল নিজের শর্তে জীবন কাটাতে ভালবাসেন। তাঁর ছকভাঙা জীবনযাপন বিটাউনে একসময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল। জীবনে একাধিক পুরুষের সমাগম হলেও বিয়ে করেননি সুস্মিতা সেন। সৌন্দর্য, বুদ্ধিমত্তার দৌঁড়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকাদেরও দশ গোল দেবেন তিনি। কিন্তু আজও কেন ‘আইবুড়ো’ সুস্মিতা? এবার ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে বিয়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা সেন দুই মেয়ের কথা উল্লেখ করেন। তিনি বিয়ের ইচ্ছেপ্রকাশ করলেই নাকি মেয়েরা বাধা দেয়। অভিনেত্রী বলেন, “ওরা তো কোনও বাবাসুলভ ব্যক্তিকে খোঁজে না কারণ ওদের তো কোনওদিন বাবা ছিলই না। এখন যদি ওদের বলি যে, আমি বিয়ে করব বলে ভাবছি। ওরা সটান প্রশ্ন ছোঁড়েন- কী? কীসের জন্য? আমাদের তো বাবার দরকার নেই। এমনকী আমি যদি বলি, আরে আমার তো একজন স্বামী দরকার। তোমাদের বাবার দরকার না-ই হতে পারে। আসলে ওদের কাছে তাতা (দাদু, মানে আমার বাবা) খুব কাছের মানুষ। ওদের জন্য দাদুই ওদের সবকিছু।”

[আরও পড়ুন: ‘গদর ২’ই ঘোচাল মান-অভিমান! সৎ মা হেমার মুখে প্রশংসা শুনে সানি বলছেন, ‘দেশের ড্রিমগার্ল…’]

প্রসঙ্গত, ২৫ বছর বয়সেই এক শিশুকন্যাকে দত্তক নিয়ে ‘সিঙ্গল মাদার’ হল সুস্মিতা সেন। তাঁর কেরিয়ার তখন উর্ধ্বগগনে। সেই রিনি এখন প্রাপ্তবয়স্ক। তার দশ বছরের মাথায় তিন মাসের এক বাচ্চা মেয়েকে দত্তক নেন। যার নাম আলিশা। দুই কন্যাসন্তান নিয়ে সুস্মিতার এখন ভরা সংসার। সুস্মিতার ব্যক্তিগতজীবন নারীদের বলিষ্ঠ হওয়ার পাঠ দেয়।

স্বাধীনচেতা নায়িকার ব্যক্তিগতজীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই! ১৮ বছর বয়সেই মিস ফেমিনা ইন্ডিয়া জেতার পর ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব পান এই বঙ্গকন্যা। মুম্বই ইন্ডাস্ট্রিতে এককালে চুটিয়ে কাজও করেছেন। তবে বর্তমানে কড়া আতসকাঁচে যাচাই করে চিত্রনাট্য নির্বাচন করেন তিনি। গতবছর ললিত মোদীর সঙ্গে তাঁর প্রেমের খবর রটতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সম্প্রতি ‘তালি’ সিরিজে বৃহন্নলার ভূমিকায় অনুরাগীদের হতবাক করে দিয়েছেন সুস্মিতা সেন। হাতে রয়েছে একাধিক কাজ। এসবের মাঝেই আজও কেন আইবুড়ো, তার নেপথ্যের কারণ ফাঁস করলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: দ্বিতীয় সপ্তাহেও বিজয়রথ ছোটাল ‘ব্যোমকেশ’, দেবকে দেখতে হাউজফুল শো উপহার দর্শকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement