সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার ভারতীয় দূতাবাসে বোমাতঙ্ক৷ একটি সন্দেহজনক প্যাকেটকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় দূতাবাসের সাধারণ কর্মী ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে৷ ভারতীয় দূতাবাস ছাড়াও মেলবোর্নে অবস্থিত আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান-সহ মোট দশটি দেশের দূতাবাসে একই ধরনের সন্দেহজনক প্যাকেট দেখা গিয়েছে৷ ইতিমধ্যে খালি করা হয়েছে দপ্তরগুলিকে৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ, বম্ব স্কোয়াড ও অ্যাম্বুল্যান্স৷ ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷
[ধর্মঘটীদের খোয়াতে হবে নাগরিকত্ব, হুঁশিয়ারি ফরাসি প্রধানমন্ত্রীর ]
টুইটারে অস্ট্রেলিয়ার ফেডেরাল পুলিশ জানিয়েছে, সন্দেহজনক প্যাকেটগুলির তদন্ত শুরু করেছে বম্ব স্কোয়াড৷ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ারও আবেদন করেছেন তাঁরা৷ ঘটনার তদন্তে পুলিশকে সাহায্য করছে মেট্রোপলিটন ফায়ার ব্রিগেড৷ সূত্রের খবর, কয়েকটি দেশের দূতাবাসে অপরিচিত ব্যক্তিদের আনাগোনার বিষয়ে জানতে পেরেছেন তদন্তকারী অফিসারা৷ তাঁরা জানতে পেরেছেন, সাফাই কর্মীদের পোশাকে কয়েকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ দূতাবাসগুলিতে প্রবেশ করেছিল৷ এই ঘটনার ঠিক দু’দিন আগেই মেলবোর্নে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাসে বিস্ফোরকের মতো পাউডার উদ্ধার হয়েছিল৷ তখনও আতঙ্ক ছড়িয়েছিল৷
[তিব্বতে বিপুল সমরসজ্জা চিনের, মোতায়েন শক্তিশালী হাউৎজার কামান]
জানা গিয়েছে, ভারতীয় দূতাবাস ছাড়াও সন্দেহজনক প্যাকেট দেখতে পাওয়া গিয়েছে ব্রিটেন, আমেরিকা, জার্মানি ও পাকিস্তান-সহ মোট ১০টি দেশের দূতাবাসে৷ এই ঘটনার পিছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ ঘটনাকে নিছক কাকতালীয় বলতে নারাজ তাঁরা৷ পরপর এমন ঘটনা ঘটায় স্বভাবতই সজাগ হয়েছে প্রশাসন৷ বহুদেশের দূতাবাস থাকার কারণে, গুরুত্বপূর্ণ ওই এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা৷
The post অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড appeared first on Sangbad Pratidin.