shono
Advertisement

সন্তোষ মিত্র স্কোয়্যারে ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে জনতার নাচ, ভিডিও টুইট করে কটাক্ষ শুভেন্দুর, জবাব দিলেন কুণাল

বাংলায় ফের রাম রাজনীতিতে জোর বিজেপির!
Posted: 08:55 PM Oct 25, 2023Updated: 08:55 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের (Sajal Ghosh) পুজোর সাউন্ড সিস্টেমে চলছে ‘রামনাম’। ডিজের সেই মিউজিকের তালে নাচ সমবেত জনতার। সেই উন্মাদনার ভিডিও টুইট করে তৃণমূলকে বিঁধতে গিয়ে কড়া জবাব পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Advertisement

সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর ভিডিও টুইট করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “এটা উত্তরপ্রদেশ বা বিহারের ভিডিও নয়। এটা আমাদের বাংলার। গতকাল মা দুর্গার বিসর্জনের শোভাযাত্রায় এই দৃশ্য গোটা বাংলাজুড়েই দেখা গিয়েছে। ভগবান রামকে শ্রদ্ধা জানানোর জন্য সমস্ত আয়োজকদের ধন্যবাদ। বাংলা সঠিক রাস্তাতেই রয়েছে। জয় শ্রীরাম।” বস্তুত শুভেন্দু বোঝাতে চেয়েছেন, রামের প্রতি বঙ্গবাসীর কোনও বিতৃষ্ণা নেই।

[আরও পড়ুন: ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ বলায় বিদেশ থেকে ফোনে খুনের হুমকি পেলেন ইমাম সংগঠনের প্রধান]

কয়েক ঘণ্টা পর শুভেন্দুর সেই টুইটের জবাব এসেছে তৃণমূলের (TMC) তরফ থেকেও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলে দিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন, দৃশ্যটা উত্তরপ্রদেশের নয় বাংলার। এখানে মানুষের বাক্‌স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। অবাধে নিজের ধর্মপালনের স্বাধীনতা আছে। যা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নেই।” শুভেন্দুকে পালটা তোপ দেগে কুণাল বলেন, বাংলার মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। জনৈতিক ফায়দা পাওয়ার জন্য আমরা আমাদের উৎসবে সাম্প্রদায়িকতার রং লাগাই না।”

[আরও পড়ুন: ষষ্ঠীর নিষেধাজ্ঞা প্রত্যাহার সপ্তমীতেই, দর্শনার্থীদের জন্য খুলল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ]

বস্তুত, এবারের পুজোয় শুরু থেকেই ঘুরপথে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা দেখা গিয়েছে বিজেপি (BJP) নেতাদের মধ্যে। যার কেন্দ্রস্থলে মূলত রয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়্যার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থেকে শুরু করে শুভেন্দু সকলেই রাম মন্দিরের আদলে তৈরি ওই মণ্ডপকে কেন্দ্র করে বাংলায় ‘রাম রাজনীতি’তে জোর দেওয়ার চেষ্টা করে গিয়েছেন। এবার তাঁরই জবাব দিলেন কুণাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement