shono
Advertisement

হাই কোর্টে যেতেই চন্দ্রকোণায় সভার অনুমতি পেলেন শুভেন্দু, রয়েছে একাধিক শর্ত

সোমবার ঝাঁকড়া হাইস্কুলের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর।
Posted: 02:59 PM Apr 03, 2023Updated: 04:43 PM Apr 03, 2023

গোবিন্দ রায়: শর্তসাপেক্ষে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। পুলিশি অনুমতি না পাওয়ার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই আরজিতেই বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। যতটা সম্ভব পুলিশ মোতায়েন করবে রাজ্য। মঞ্চে দাঁড়িয়ে কোনও উসকানিমূলক দেওয়া যাবে না।

Advertisement

সোমবার চন্দ্রকোণার ঝাঁকড়া হাইস্কুল মাঠে কৃষক সভা ছিল শুভেন্দু অধিকারীর। সভায় পুলিশ অনুমতি দেয়নি বলেই অভিযোগ। ঝাঁকরা হাইস্কুলের প্রধান শিক্ষক প্রথমে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করে। স্কুলের ম্যানেজিং কমিটি সভার অনুমতি দেয়নি। এদিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন করেন, “ম্যানেজিং কমিটি কিছু না জানলে স্কুলের মাঠে স্টেজ কি করে তৈরি হল?” রাজ্যের তরফে বলা হয়, “এটা স্কুল প্রশাসনের জমি। কি করে স্টেজ বানানো হল, সেটা ম্যানেজিং কমিটিই বলতে পারবে।” পালটা প্রশ্ন করেন বিচারপতি। তিনি বলেন, “কোন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে? বিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলিকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখা উচিত।”

[আরও পড়ুন: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, সুরাট আদালতে বাড়ল কংগ্রেস নেতার জামিনের মেয়াদ]

এরপর বিচারপতি মামলায় স্কুলের ম্যানেজিং কমিটিকে পার্টি করার নির্দেশ দেন। বিচারপতি আরও জানান, ওই স্কুলের প্রধানশিক্ষক এবং ম্যানেজিং কমিটির ভূমিকাও তদন্ত করে দেখতে হবে। তাঁর প্রশ্ন, “প্রধানশিক্ষক যদি অবৈধভাবে সভা করার অনুমতি দিয়ে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে ১ এপ্রিলের সভায় কেন কোন সিদ্ধান্ত গ্রহণ করল না ম্যানেজিং কমিটি?” এদিকে, হাই কোর্টে যাওয়ার আগে রিষড়ায় দাঁড়িয়ে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। পুলিশি অনুমতি না থাকায় সভা করবেন না বলেই জানিয়েছিলেন। তবে চন্দ্রকোণায় গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করার কথা ছিল। আগামিদিনে আরও বড় সভা করবেন বলেও জানান তিনি।

[আরও পড়ুন: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ‘জয়ী’ ব্যান্ডের সদস্যদের কাছে পাঠালেন একতারা-সহ ২ বাদ্যযন্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement