সুলয়া সিংহ: সন্তোষজয়ীদের সংবর্ধনা মঞ্চ থেকে বড়সড় ঘোষণা করলেন টুটু বোস। ভবানীপুর ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানালেন, তরুণ প্রতিভা তুলে আনতে নতুন অ্যাকাডেমি গড়ে তোলা হবে। সদ্য ভারতসেরা হওয়া বাংলা দলে ছিলেন ভবানীপুর ক্লাবে খেলা ফুটবলাররা। আগামী দিনে যেন বাংলা থেকে আরও ফুটবলাররা উঠে আসেন, সেই লক্ষ্যেই অ্যাকাডেমি গড়ে তোলা হবে বলে জানালেন ভবানীপুর ক্লাবের কর্ণধার স্বপনসাধন বোস।
বুধবার ভবানীপুর ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় সন্তোষজয়ী বাংলা দলকে। পুরস্কার হিসাবে দলের হাতে তুলে দেওয়া হয় ৩ লক্ষ টাকা। উল্লেখ্য, ভবানীপুর ক্লাবে খেলা মোট ৫ জন ফুটবলার ছিলেন সন্তোষজয়ী দলে। মদন মান্ডি, বাসুদেব মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান-সকলেই খেলেছেন ভবানীপুরের জার্সিতে। তাঁদের হাত ধরেই ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ট্রফি এসেছে বাংলায়।
এদিন বাংলা দলকে সংবর্ধনা দেওয়ার মঞ্চ থেকেই ভবানীপুর ক্লাবের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা করলেন কর্ণধার টুটু বোস। তিনি বলেন, "ভবানীপুর ক্লাব আমার সন্তানের মতো। সবসময়ে আমরা চেয়েছি, খেলার দুনিয়ায় অনেক উন্নতি করুক ভবানীপুর। ডিরেক্টর সৃঞ্জয় বোসের হাত ধরে অনেক সাফল্য এসেছে ক্লাবে। ক্রিকেটে ত্রিমুকুট জিতেছে ভবানীপুর। ফুটবলেও খুব ভালো খেলেছে ক্লাব।' তবে টুটু বোস সাফ জানান, সন্তানসম ভবানীপুর যদি মোহনবাগানের বিরুদ্ধে খেলে তাহলে তাঁর সমর্থন থাকে সবুজ-মেরুনের দিকেই।
আগামী দিনে বাংলা থেকে আরও অনেক প্রতিভা যেন উঠে আসতে পারে, সেই লক্ষ্যেই নতুন অ্যাকাডেমি খোলার কথা ঘোষণা করলেন ভবানীপুর ক্লাবের কর্ণধার। টুটু বোস জানান, খুব তাড়াতাড়ি কলকাতায় খোলা হবে ভবানীপুর ক্লাবের অ্যাকাডেমি। উল্লেখ্য, যুব ফুটবলার তুলে আনতে ইতিমধ্যেই লা লিগার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভবানীপুর ক্লাব। বিভিন্ন জেলা থেকে ফুটবলার তুলে এনে সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লা লিগা সাহায্য করবে ভবানীপুর ক্লাবকে।