সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা তিনি। টলিউড-বলিউডে সমান তালে কাজ করে চলেছেন। একবার চোখের দেখা দেখলেই মুগ্ধ হয়ে যান অনুরাগীরা। একসঙ্গে একটি ছবি তোলার আবদার জানাতে থাকেন। তবে এবার ঘটনা অন্য। স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) যেচে একজনের সঙ্গে ছবি তুললেন। সেই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়।
কে এই তরুণী? কসবার এক ছোট্ট দোকানে চা বিক্রি করেন। ঘটনাচক্রে স্বস্তিকা মুখোপাধ্যায়ের শুটিং সেখানেই হচ্ছিল। শুটিংয়ের ফাঁকেই চায়ের দোকানে চলে যান অভিনেত্রী। অনেক দিন পর মাটির ভাঁড়ে চা খান। তরুণীর সঙ্গে গল্পও করেন। জানতে পারেন তাঁর নাম দুর্গা। তাতে আরও মুগ্ধ হন। যেচে তরুণীর সঙ্গে ছবি তোলেন।
[আরও পড়ুন: সাপ গলায় জড়িয়ে বিতর্ক! চাপের মুখে ইনস্টাগ্রাম থেকে ছবি সরালেন অনন্যা পাণ্ডে?]
সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, “কী দারুন মেয়েটা। কসবা বাজারে ওর চায়ের দোকান। অপূর্ব চা বানায়, আমার পছন্দের সব বিস্কুট ছিল, ভাঁড়ে চা খেলাম কতদিন পর। অনেকক্ষণ ছিলাম ওর দোকানে, শুটিং চলছিল, তাই ভাবলাম ওখানেই বসে একটু গপ্পো করি। ও আমার সঙ্গে ছবি তুলতে চায়নি, আমি তুলেছি।”
এর পরই আবার অভিনেত্রী লেখেন, “ওর নাম দুর্গা। ওর মতো করে বাড়ি-বাইরে সামলে কত সহস্র দুর্গারা আমাদের আশেপাশেই আছে, আমরা দেখতে পাই না। আপনারা কসবা মার্কেটের দিকে গেলে ওর চায়ের দোকানে যাবেন আর ওকে অবশ্যই জানাবেন ও কতটা গুরুত্বপূর্ণ।”