সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মূর্তি ভাঙার ট্র্যাডিশন চলছেই। কলকাতার পর ফের ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। এবার ঘটনাস্থল অসম। অসমের কোকরাঝার জেলার রবীন্দ্রনগরে বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মূর্তিটি ২০০২-এ বিজেপি নেতা ও বিহারের প্রাক্তন মন্ত্রী কৈলাশপতি মিশ্র উদ্বোধন করেন।
[সরকারি চাকরি পেতে সেনায় যোগদান বাধ্যতামূলক, আসছে নয়া বিল]
মূর্তি ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোকরাঝাড় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরতে পুলিশ সবরকম চেষ্টা চালাচ্ছে। এই প্রথম নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙা শুরু হয় এই রাজ্য থেকে। গত ৭ মার্চ টালিগঞ্জে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির একাংশ ভেঙে কালি মাখিয়ে দেয় দুষ্কৃতীরা। মাখানো হল কালি। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীর দাবি, নিজেদের যাদবপুর বিশ্ববিদ্যালের পড়ুয়া বলে দাবি করেন ছয় তরুণ-তরুণী। অন্য একটি সূত্রের দাবি, আটকরা নকশালপন্থী ব়্যাডিক্যাল সংগঠনের সদস্য। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনার তীব্র নিন্দা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার পাত্রসায়রের জনসভায় তিনি জানান, ‘সিপিএমের সঙ্গে আমার মতাদর্শগত মিল নেই। কিন্তু ক্ষমতায় এসে কেউ মনীষীদের মূর্তি ভাঙবে, তা কখনওই সমর্থন করি না।’ তাঁর প্রশ্ন, একটা দল যখন জিতেছে, তখন সে উন্নয়নে মনোযোগী হবে। মূর্তি ভাঙবে কেন? কিন্তু ঘটনা সেখানেই শেষ হয়নি। রাজ্য বিজেপি ভেঙে দেওয়া ও কালিমালিপ্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে শোধন করার শপথ নেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বেধে যায় কেওড়াতলা চত্বরে। বিজেপি সমর্থকদের সঙ্গে কার্যত হাতাহাতি বেধে যায় তৃণমূল সমর্থকদের। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় কালীঘাট-রাসবিহারী চত্বরে। অভিযোগ, বিজেপি সমর্থকদের বেধড়ক মারধর করা হয়। যথেচ্ছ কিল-চড় ঘুষি মারা হয়। দফায় দফায় গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মী সমর্থকদের। শুধু এই রাজ্যই নয়, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার প্রতিবাদে দেশের বেশ কয়েকটি রাজ্য থেকেই বিশিষ্ট মনীষীদের মূর্তি ভাঙা বা কালি মাখিয়ে দেওয়ার খবর এসেছে গত কয়েকদিনে। এই প্রবণতার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনাথ সিং দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। তবে শাস্তির ভয়ে মূর্তি ভাঙার প্রবণতায় যে রাশ টানা যায়নি, সেটা ফের একবার অসমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনা থেকেই স্পষ্ট।
[৩২৪টি দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস নিতে রাজি বায়ুসেনা]
The post ফের ভাঙা হল শ্যামাপ্রসাদের মূর্তি, তুলকালাম দেশ জুড়ে appeared first on Sangbad Pratidin.