সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগেই টুর্নামেন্টের সেরা একাদশ বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। অজি ক্রিকেট বোর্ডের বাছা সেরা একাদশে জায়গা পেয়েছেন ৩ ভারতীয়। বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার মাত্র এক তারকা ঠাঁই পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বিশ্বকাপের সেরা একাদশে।
অন্যান্য দেশের মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আফগান দলের দুই সদস্যকে বিশ্বকাপের সেরা হিসাবে বেছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জায়গা পেয়েছেন একজন বাংলাদেশি, একজন আমেরিকার ক্রিকেটার। চমকপ্রদভাবে সুপার এইট থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা সেরা একাদশে জায়গা পেয়েছেন দুই অজি তারকা। জায়গা পেয়েছেন আয়োজক ওয়েস্ট ইন্ডিজের এক তারকাও। অথচ সেমিফাইনালে খেলা ইংল্যান্ড দলের কোনও তারকাকে বিশ্বকাপের সেরা একাদশে জায়গা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: প্রশ্ন ফাঁস বিতর্কের মাঝেই কোটায় ফের ছাত্র-আত্মহত্যা! নিট পরীক্ষার্থী? বাড়ছে চাঞ্চল্য]
বিশ্বকাপের (T20 World Cup 2024) সেরা দলে ওপেনার হিসাবে রোহিত শর্মার সঙ্গে ট্রাভিস হেডকে বেছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এ পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রানস্কোরার রহমানুল্লাহ গুরবাজকে সেরা একাদশে জায়গা দেয়নি অজিরা। দলে রোহিত শর্মা (Rohit Sharma) ওপেনার হিসাবে থাকলেও তিনি অধিনায়ক নন। অধিনায়ক হিসাবে এই দলে রাখা হয়েছে রশিদ খানকে। উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। মিডল অর্ডারে আমেরিকার ব্যাটার অ্যারন জোন্স, দুই অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন। স্পিনার হিসাবে রয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন এবং অধিনায়ক রশিদ নিজে। তিন পেসার আনরিখ নখিয়া, জসপ্রীত বুমরাহ এবং ফজলহক ফারুকি।
[আরও পড়ুন: স্থগিত হওয়া ইউজিসি-নেটের নয়া দিন জানাল NTA, কবে পরীক্ষা?]
ক্রিকেট অস্ট্রেলিয়ার বাছা বিশ্বকাপের সেরা একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরাণ, অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, আনরিখ নখিয়া, জসপ্রীত বুমরাহ, ফজলহক ফারুকি।