সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের অপ্রত্যাশিত জয় বদলে দিয়েছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটের পুরো চালচিত্র।
সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে নামছে ভারত। ভারতীয় দল (Indian Cricket Team) ইতিমধ্যেই দু’টি ম্যাচ জিতে ভালো জায়গায় রয়েছে। কিন্তু রোহিত শর্মারা যে বিশ্বকাপের শেষ চারে যাবেনই, তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। এই গ্রুপে সব দলই দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে রোহিতরা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তিনে আফগানিস্তান। দু’দলেরই পয়েন্ট দুই। সবার শেষে রয়েছে একটাও ম্যাচ না জেতা বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায়, তা হলে রোহিতদের শেষ চার নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যদি ভারত এই ম্যাচে হারলে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হবে চার। সেক্ষেত্রে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের গুরুত্ব বাড়বে। রশিদ খানরা যদি বাংলাদেশকে হারিয়ে দেন, তাহলে তাদের পয়েন্টও হবে চার। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে বিচার করা হবে রান রেট। তবে এই মুহূর্তে রান রেটে ভারত বাকি দলগুলির তুলনায় অনেকটা এগিয়ে। রোহিতদের রান রেট ২.৪২৫। অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যদি নিজেদের শেষ ম্যাচ জিতে রান রেট ভালো করে, তা হলে কিন্তু ভারত ছিটকে যেতে পারে।
তবে ভারতীয় শিবির অবশ্য এই সমস্ত অঙ্ক নিয়ে ভাবছে না। তাদের একটাই লক্ষ্য সুপার এইটের তৃতীয় ম্যাচটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করা। আফগানিস্তানের কাছে হেরে এমনিতেই চাপে পরে গিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে ভারতীয় শিবির রীতিমতো উদ্দীপ্ত। তাদের সামনে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হারের বদলার সুযোগ। এই সুযোগ ভারত কোনওভাবেই হাতছাড়া করতে রাজি নয়। ভারতের কাছে সুসংবাদ, আগের ম্যাচেই রানে ফিরেছেন বিরাট কোহলি। রানের মধ্যে আছেন অধিনায়ক রোহিত শর্মা। এছাড়া রয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। আইপিএলের ব্যর্থতা দূরে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যিনি দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। মিডল অর্ডারে শিবম দুবের রানে ফেরাটাও সুখবর। তিন নম্বরে ঋষভ পন্থও ভালো পারফর্ম করছেন।
[আরও পড়ুন: গম্ভীর কোচ হলেই কি ভারতীয় ক্রিকেটে শেষ রোহিত-বিরাট যুগ? জল্পনা তুঙ্গে]
ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তা ভারতীয় শিবিরে নেই। যেমন চিন্তা নেই বোলিং বিভাগ নিয়েও। জশপ্রীত বুমরা দুর্দান্ত ফর্মে রয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন অর্শদীপ সিং। এছাড়া রয়েছেন কুলদীপ যাদব। যিনি সামান্য সুযোগেই নিজেকে প্রমাণ করেছেন। সেন্ট লুসিয়ার উইকেট ব্যাটিং সহায়ক। তবে ম্যাচ যত গড়াবে, ততই ধীরগতির বোলারদের পক্ষে কথা বলবে। ফলে ভারতীয় স্পিনাররা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে রবীন্দ্র জাদেজার ফর্ম বড় চিন্তা ভারতের।
[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা]
অন্যদিকে, আফগান ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক মিচেল মার্শ জানিয়েছেন, ইতিহাস বলছে, চাপের মুখে অস্ট্রেলিয়া সবসময় ভালো খেলে। ভারতের বিরুদ্ধে তাঁরা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে মরিয়া। মার্শ বলেন, “ভারতের বিরুদ্ধে ম্যাচটা অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। জেতা ছাড়া আর কোনও পথ নেই। তবে ইতিহাস একটু বিশ্লেষণ করলে দেখতে পাবেন, এই ধরনের পরিস্থিতিতে আমরা চিরকাল ভালো খেলে এসেছি। সেই বিশ্বাসের উপর ভর করেই বলছি, ঠিক ঘুরে দাঁড়াব।” অপেক্ষা এবার মাঠে খেলা শুরুর।