স্টাফ রিপোর্টার: আগের দিন প্র্যাকটিসে এসে রাহুল দ্রাবিড়কে নিয়ে সোজা পিচ দেখতে চলে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। নাসাউয়ে যে রকম উইকেটের চরিত্র ছিল, কেনিংটন ওভালের পিচ তার থেকে অনেকটাই আলাদা। রোহিতদের মনে হয়েছে, এই উইকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই স্কোয়াডে চারজন স্পিনার রাখা হয়েছিল। রোহিত প্রেস কনফারেন্সে সেটা বলেও দিয়েছিলেন। বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ-পর্বের কথা মাথায় রেখেই বাড়তি স্পিনার রাখা হয়েছে। যা পরিস্থিতি তাতে সুপার এইটের যুদ্ধে তিনজন স্পিনার নিয়ে নামতে পারে ভারত।
বৃহস্পতিবার সুপার এইটে রোহিতদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan)। যারা গ্রুপে দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছে। যদিও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দুমড়ে-মুচড়ে দিয়েছিল রশিদ খানের টিমকে। তবে রশিদ মনে করছেন, সেই হারের প্রভাব এই ম্যাচে পড়বে না। আফগানিস্তান অধিনায়ক বলে দিয়েছেন, ‘‘ওই হার আমাদের টিমে কোনও প্রভাব ফেলবে না। টিমের সবাই প্রচণ্ড আত্মবিশ্বাসী। সুপার এইটে পৌঁছে আমরা আমাদের প্রথম লক্ষ্য পূরণ করেছি। এবার পরেরটা পূরণ করার জন্য লড়াই করতে হবে।’’
[আরও পড়ুন: সল্ট-বেয়ারস্টো জুটিতে ক্যারিবিয়ান বধ, সহজ জয় দিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের]
ভারতীয় (Indian Cricket Team) দল বেশ ভাল ছন্দে রয়েছে। গ্রুপে তিনটে ম্যাচে জিতেছেন রোহিতরা। কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। বৃহস্পতিবার রশিদদের নামার আগে পরিকল্পনায় কিছুটা বদল আসতে পারে। একজন পেসারের জায়গায় কুলদীপ যাদবকে খেলানোর ভাবনা-চিন্তা রয়েছে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজকে হয়তো বসতে হতে পারে। এর বাইরে খুব একটা বদল হওয়ার সম্ভাবনা নেই। বিরাট তিনটে ম্যাচে রান পাননি। তবে বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট থেকেই কোহলি রানে ফিরবেন, সেটা যেন সবাই ধরেই নিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব আর শিবম দুবে। যা ভারতীয় শিবিরকে অনেকটা স্বস্তি দিচ্ছে। আফগানিস্তানের বোলিং শক্তি বেশ ভাল। রোহিতরা সেটা খুব ভাল করেই জানেন। তাই প্রতিপক্ষকে কোনওভাবে হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। বরং আফগানিস্তান-যুদ্ধের আগে আরও বেশি সতর্ক হয়ে নামছে টিম।