shono
Advertisement
T20 World Cup 2024

চিন্তা সেই বিরাটকে নিয়েই, গত বিশ্বকাপের স্মৃতি উসকে বারবদের সতর্কবার্তা প্রাক্তন পাক তারকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ জুন মুখোমুখি ভারত-পাকিস্তান।
Published By: Arpan DasPosted: 05:37 PM Jun 01, 2024Updated: 06:20 PM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনও ভুলতে পারেননি পাকিস্তানের ভক্তরা। একা হাতেই পাকিস্তানের থেকে ম্যাচ ছিনিয়ে এনেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারও ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান। আর সেই বিরাটকে নিয়েই চিন্তায় থাকবেন বাবররা। এমনটাই মত মিসবা-উল-হকের (Misbah-Ul-Haq)।

Advertisement

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার ফাইনালে পাকিস্তানকে জেতাতে ব্যর্থ হন মিসবা। আবার ২০২২-এ একা হাতে খেলা ঘুরিয়ে দেন বিরাট। ৩১ রানে ৪ থেকে ভারতকে ম্যাচ জেতান তিনি। ৫৩ বলে ৮২ রান করেন কিং কোহলি। এবার ৯ জুন মুখোমুখি দুদল (IND vs PAK)। সম্প্রচারকারী চ্যানেলের আলোচনায় বাবরদের সতর্ক করলেন মিসবা। জানিয়ে দিলেন, সবচেয়ে বেশি চিন্তা বিরাটকে নিয়েই।

[আরও পড়ুন: হতশ্রী পারফরম্যান্সের জন্য চোখে জল, তরুণ আজম খানের পাশে খোদ ক্যাপ্টেন বাবর]

মিসবা বলেন, "যশস্বী জয়সওয়ালের স্ট্রাইক রেট ভালো, তাতে কিছু যায়ে-আসে না। আরও অনেক ভালো প্লেয়ার আছে। কিন্তু একমাত্র কোহলিই চাপ নিতে পারে। যেন ওর কাছে প্রচুর সময় আছে। পাকিস্তানের জন্য বিরাট কোহলি সবসময়ই চিন্তার নাম। ভারত-পাকিস্তান ম্যাচের চাপ নক-আউট ম্যাচের থেকেও বেশি হয়। সেখানে অভিজ্ঞ প্লেয়ারের দরকার। আর বিরাটের সেটাই কাজ।"

[আরও পড়ুন: চোট সারিয়ে প্রত্যাবর্তন, কোন মন্ত্রে সফল বুমরাহ?]

তবে শুধু বিরাট নয়, আরেক ভারতীয় তারকাকে নিয়েও চিন্তিত মিসবা। তাঁর মতে, জশপ্রীত বুমরাহকে ভালোভাবে সামলাতে হবে। ম্যাচের প্রথম দিকে ভারতীয় বোলার ধাক্কা দিতে পারে। সদ্যসমাপ্ত আইপিএলে বিরাট আর বুমরাহ, দুজনেই দুরন্ত ফর্মে ছিলেন। আরসিবি তারকা ১৫ ম্যাচে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ পান। অন্যদিকে বুমরাহ ১৩ ম্যাচে ২০ উইকেট তোলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি এখনও ভুলতে পারেননি পাকিস্তান ভক্তরা।
  • একা হাতেই পাকিস্তানের থেকে ম্যাচ ছিনিয়ে এনেছিলেন বিরাট কোহলি।
  • আর সেই বিরাটকে নিয়েই চিন্তায় থাকবেন বাবররা। এমনটাই মত মিসবা-উল-হকের।
Advertisement