সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক দিন। ১১ জানুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। তবে এখনও পর্যন্ত ভারতীয় দল ঘোষণা করা গেল না। এর থেকেও বড় ব্যাপার হল আগামী জুনে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। এখনও অবধি ভারতীয় দল নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর অন্যতম কারণ রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে নানা প্রশ্ন। অনেকের মতে, রোহিতই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিক। আবার অনেকে চাইছেন, তরুণদের সুযোগ দিতে। শুধু তাই নয়, বিরাটকে নিয়েও এমন ধোঁয়াশা রয়েছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই দু-জন দেশের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলেনি। প্রশ্ন সে কারণেই। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, টিম ইন্ডিয়ার দুই মহাতারকাকে রেখেই কাপযুদ্ধের দল গড়া উচিত।
রবিবার, ৭ জানুয়ারি শহরের একটি ইভেন্টে গিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। সেখানে ২০ ওভারের কাপযুদ্ধে রোহিত ও বিরাটের ভবিষ্যৎ নিয়ে মহারাজ বলেন, “অবশ্যই, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক করা উচিত। এর পর তাঁকে আবার প্রশ্ন করা হয়, ১৪ মাস টি-টোয়েন্টি খেলেননি বিরাট। সৌরভের জবাব ছিল, “কিচ্ছু হবে না। বিরাট দুর্দান্ত ক্রিকেটার।” তিনি যে বিরাট-রোহিতের উপর ভরসা রাখছেন, সেটা মহারাজের কথায় স্পষ্ট।
[আরও পড়ুন: ‘দুরন্ত দ্বিশতরানই পূজারাকে লড়াইয়ে রসদ দেবে’, একান্ত সাক্ষাৎকারে বললেন কোচ]
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বক্সিং ডে টেস্টে এক ইনিংস ও ৩২ রানে হেরেছিল টিম ইন্ডিয়া। তবে মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহের আগুনে বোলিংয়ের উপর ভর দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতেছে ভারত। আর তাই রোহিতদের শুভেচ্ছা জানালেন মহারাজ। তাঁর প্রতিক্রিয়া, “ভারত দুর্দান্ত দল। একটা ম্যাচ হারলেই সবাই এমন করে যে দল খুব খারাপ। দক্ষিণ আফ্রিকায় ভারত এক দিনের সিরিজ জিতেছে। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে। এটা অনেক বড় সাফল্য।”
সৌরভ বোর্ড প্রধান থাকার সময় সীমিত ওভারের ফরম্যাট থেকে অধিনায়কত্ব হারান বিরাট। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল রোহিতকে। এহেন দুই মহাতারকাকে কি ফের একবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ২০ ওভারের ফরম্যাটে দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।