সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে মাত্র ছটি বল করেছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। সেই দুবেকে বোলিং পরামর্শ দিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) কি দুবেকে প্রথম একাদশে দেখতে চাইছেন রোহিত?
আইপিএল শেষ। ভারতীয় ক্রিকেটারদের ফোকাস টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ টিম ইন্ডিয়ার। মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেই অনুশীলন শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।
[আরও পড়ুন: বড় চমক ইস্টবেঙ্গলের, আইএসএলের সেরা স্ট্রাইকার ‘দিমি’কে তুলে নিল লাল-হলুদ]
শুক্রবার তিন ঘণ্টার অনুশীলন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই অনুশীলনেই শিবম দুবেকে বোলিং নিয়ে পরামর্শ দিতে দেখা গিয়েছে হিটম্যানকে। কোন লেন্থে বল করতে হবে, কোন ধরনের শট ব্যাটাররা খেলতে পারেন, তা নিয়ে দুবেকে পরামর্শ দিতে দেখা গিয়েছে রোহিতকে। মেগা ইভেন্টের আগে দুবেকে তৈরি করে নিচ্ছেন রোহিত।
আইপিএলে দুবেকে মাত্র এক ওভার বল করতে দেখা গিয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য দুবেকে বল হাতে বিশেষ দেখা যায়নি। আসল সময়ে ব্যাট হাতে নামতেন তিনি। কিন্তু বিশ্বকাপে প্রথম একাদশে থাকলে তাঁকে ব্যাটের পাশাপাশি বলও করতে হবে। সেই কারণে রোহিত আলাদা করে পারমর্শ দিয়েছেন দুবেকে। বিশ্বকাপের জন্য হিটম্যান তৈরি করে নিচ্ছেন তাঁকে।