সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বসেছে বিশ্বকাপের (T20 World Cup 2024) আসর। টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে আয়োজক দেশ। তবে পাকিস্তানকে হারানোর পর থেকে হইচই পড়ে গিয়েছে আমেরিকার ক্রিকেট দলকে নিয়ে। ক্রিকেট দলের সাফল্য নিয়ে প্রশ্ন করা হয়েছে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্রকেও। তবে এমন অপ্রত্যাশিত প্রশ্নের মুখে পড়ে খানিক হতবাক হয়ে যান শীর্ষ কূটনীতিকও।
বৃহস্পতিবার রুটিন মাফিক সাংবাদিক বৈঠকে আসেন আমেরিকার (USA) বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। সেখানে বিদেশ-রাজনীতি নানা বিষয় নিয়ে প্রশ্নের মাঝেই আচমকা বাউন্সারের মতো ধেয়ে আসে ক্রিকেটের প্রশ্ন। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, আমেরিকার মতো অ্যাসোসিয়েট দেশ যে পাকিস্তানের (Pakistan) মতো হেভিওয়েট দেশকে হারিয়ে দিল, সেই নিয়ে আপনার কী মত? এহেন প্রশ্নে প্রথমে খানিক হতবাক হয়ে পড়েন মিলার।
[আরও পড়ুন: জি-৭ সম্মেলনে ‘ভারতীয়’ অবতারে মেলোনি, ‘নমস্তে’ করে স্বাগত জানালেন অতিথিদের]
তবে সঙ্গে সঙ্গেই সামলে নিয়ে হাসিমুখে প্রশ্নের জবাব দেন। মিলার সাফ জানিয়ে দেন, ক্রিকেট নিয়ে তাঁর বিদ্যা ভয়ংকরী। মুখপাত্রের মতে, "যে বিষয়গুলো আমার অজানা, সেই নিয়ে কথা বলতে গিয়ে সবসময়ই সমস্যায় পড়ি। তবে পাকিস্তান নিঃসন্দেহে খুব শক্তিশালী দল।" মিলারের এই মন্তব্যে হাসির রোল ওঠে সাংবাদিকদের মধ্যে। হাসতে থাকেন বিদেশ দপ্তরের মুখপাত্রও।
উল্লেখ্য, প্রথমবার বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) খেলতে নেমেছে আমেরিকা। তবে মার্কিনদের পারফরম্যান্স নজরে পড়ে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর। গতবারের ফাইনালিস্ট পাকিস্তানকে সুপার ওভারে গিয়ে হারায় আমেরিকা। টানা দুই ম্যাচে জিতে সুপার এইটে ওঠার দৌড়েও ভালোমতো রয়েছে তারা। সবমিলিয়ে, নিজের দেশের ক্রিকেট দলকে নিয়ে আগ্রহ বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যে। সেই নিয়ে বিদেশ দপ্তরেও চলছে আলোচনা।