shono
Advertisement

Breaking News

T20 World Cup: বাংলাদেশের ৭৩ রান ৬.২ ওভারেই তুলে নিল অস্ট্রেলিয়া

সুপার ১২ রাউন্ডে টানা পাঁচ ম্যাচ হারল বাংলাদেশ।
Posted: 05:52 PM Nov 04, 2021Updated: 09:40 PM Nov 04, 2021

বাংলাদেশ: ৭৩ (শামিম ১৯, নইম ১৭)
অস্ট্রেলিয়া: ৭৮-২ (ফিঞ্চ ৪০,  ওয়ার্নার ১৮)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ম্যাচে হার। চারটি ম্যাচ হেরে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2021) থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার পঞ্চম ম্যাচেও হার মানল বাংলার বাঘেরা। অস্ট্রেলিয়ার (Australia) কাছে অসহায় আত্মসমর্পণ করলেন মাহমুদুল্লারা। ৮২ বল বাকি থাকতে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয়। আর এর ফলে পয়েন্ট তালিকায় দু’ নম্বরে উঠে এল অজিরা। দক্ষিণ আফ্রিকা নেমে গেল তিন নম্বরে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৪ রানে শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও হতশ্রী ব্যাটিং করল বাংলাদেশ। অজি বোলারদের বিরুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং লাইন আপ। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৫ ওভারে মাত্র ৭৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের যাবতীয় প্রতিরোধ।সমর্থকদের হতাশা বাড়ালেন মাহমুদুল্লারা। 

[আরও পড়ুন: ভারত-আফগানিস্তান ম্যাচে ফিক্সিং হয়েছে! পাক অভিনেত্রীর দাবিতে চাঞ্চল্য]

এদিন টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকে উইকেট পড়তে শুরু করে বাংলাদেশের। পার্টনারশিপ গড়তে পারেননি কেউই। দু’ অঙ্কের রান করেন কেবল তিন ব্যাটসম্যান। বাকিরা এলেন আর গেলেন। বাংলাদেশের ব্যাটিং ভাঙার কাজ শুরু করেন মিচেল স্টার্ক। বল হাতে বাকি কাজ সারেন অ্যাডাম জাম্পা। ৪ ওভার হাত ঘুরিয়ে ৫টি উইকেট নেন তিনি। ক্লার্ক নেন ২টি উইকেট। 

আগের ম্যাচেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এদিন দারুণ ভাবে ঘুরে দাঁড়ালেন অ্যারন ফিঞ্চরা। বাংলাদেশের করা ৭৩ রান খুব সহজেই তুলে নেয় অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার প্রথম উইকেটে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। অ্যারন ফিঞ্চ ৪০ রানে আউট হন তাসকিনের বলে। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ১৮ রানে বোল্ড হন শোরিফুলের বলে। ২ উইকেট হারানোর পরে বাকি কাজটা সারেন মিচেল মার্শ ও ম্যাক্সওয়েল। ৬.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। শেষ চারে যাওয়ার দৌড়ে ভালমতোই রয়েছে অজিরা। 

[আরও পড়ুন: ভুল সিদ্ধান্তই প্রথম দু’ম্যাচে ডুবিয়েছে ভারতকে! রোহিতের স্বীকারোক্তিতেও কটাক্ষের আঁচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement