সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের খরা কাটিয়ে দেশে বিশ্বকাপ এসেছে। সেই দলের নেতৃত্বে রয়েছেন তাঁরই ছেলে। এত কিছুর পরে কি আর চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মনে থাকে? ডাক্তারের কাছে যাননি পূর্ণিমা শর্মাও। তার বদলে হাজির হয়েছেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ছেলে রোহিত শর্মার হাতে বিশ্বকাপ ট্রফি আর সেই ট্রফি ঘিরে জনতার উচ্ছ্বাস দেখতে। ভারত অধিনায়কের কপালে এঁকে দেন স্নেহের হামিও।
বৃহস্পতিবার দেশে ফিরেছেন টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) চ্যাম্পিয়নরা। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সেরে উড়ে গিয়েছেন মুম্বইয়ে। সেখান থেকে হুডখোলা বাসে চেপে শুরু হয় বিশ্বজয়ের সেলিব্রেশন (T20 World Cup Celebration)। বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল ভারতীয় টিমের জন্য। রাস্তার দু’ধারে দর্শক থিকথিক করছিল জাতীয় নায়কদের একবার দেখার আকুতি নিয়ে।
[আরও পড়ুন: ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-ফ্রান্স মুখোমুখি, শিষ্যের সামনে শ্রেষ্ঠত্বের অগ্নিপরীক্ষা রোনাল্ডোর]
বাসযাত্রা শেষ করে ওয়াংখেড়েতে বিজয়োৎসবে মেতে ওঠেন বিরাট-রোহিতরা (Rohit Sharma)। সেই সেলিব্রেশনে শামিল হতেই ওয়াংখেড়েতে হাজির হন ভারত অধিনায়কের মা-বাবা। পরে জানা যায়, ৪ মে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল রোহিতের মা পূর্ণিমা শর্মার। কিন্তু ছেলে বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে সেই পরিকল্পনা সটান নাকচ করে দেন। ভারতের বিশ্বজয়ের সেলিব্রেশনে শামিল হতে গিয়ে অসুস্থও হয়ে পড়েছিলেন রোহিতজননী।
দীর্ঘ প্রতীক্ষার পরে রোহিতকে দেখে আবেগে ভেসে যান মা। ছেলেকে কাছে পেয়ে স্নেহের চুম্বনে ভরিয়ে দেন। তবে ক্যামেরার সামনে মায়ের আদর পেয়ে খানিক লজ্জিত হয়ে পড়েন রোহিত। মাকে খানিক জোর করেই সরিয়ে দেন ভারত অধিনায়ক। তবে মা-ছেলের এই মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।