shono
Advertisement

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ তৈরি, জানিয়ে দিলেন রোহিত

প্রথম ম্যাচে কি শামিকে খেলাবে ভারত?
Posted: 06:20 PM Oct 15, 2022Updated: 10:38 AM Oct 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কারা কারা খেলবেন ভারতীয় দলের হয়ে? টুর্নামেন্ট শুরুর বহু আগেই ঠিক করে ফেলেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সে কথা জানিয়েও দিয়েছেন ভারত অধিনায়ক। তাঁর সাফ কথা, আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করি না। পাকিস্তানের বিরুদ্ধে কারা কারা খেলবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ছেলেদের বলেও দিয়েছি। যাতে প্রস্তুতি নিতে সুবিধা হয়।

Advertisement

আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া (Team India)। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে? সেই নিয়ে ক্রিকেট মহলে যতই জল্পনা থাক। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ নিয়ে কোনও সংশয়ে থাকতে রাজি নয়। তাই আগেভাগে প্রথম একাদশ ঠিক করে ফেলেছেন রোহিতরা। অধিনায়ক রোহিত বলছিলেন,”ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের (Asia Cup) সময়ও অন্যভাবে নিজেদের ব্যস্ত রেখেছিলাম।”

[আরও পড়ুন: রোহিত শর্মার ভক্তকে খুন বিরাট অনুরাগীর! গ্রেপ্তার করা হোক কোহলিকে, সরব সোশ্যাল মিডিয়া!]

রোহিত এদিন স্বীকার করে নিয়েছেন, আধুনিক ক্রিকেটের ভয়ডরহীন মানসিকতার সঙ্গে মানিয়ে নেওয়াটাই পাক ম্যাচের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার। তিনি বলছিলেন, আজকের দিনে সব দলই ভয়ডরহীন ক্রিকেট খেলে। সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের। আগে ১৪০ রান করলেও ম্যাচ জেতা যেত। সেই রানটা এখন ১৪-১৫ ওভারে উঠে যাচ্ছে। ভারতের প্রথম একাদশ ঠিক করে ফেললেও কাদের কাদের খেলানো হবে তা নিয়ে অধিনায়ক রোহিত সংবাদমাধ্যমে কিছু জানাননি।

[আরও পড়ুন: ‘আমাদের তিন স্ত্রী থাকলেও সবাইকে সম্মান করি, কিন্তু হিন্দুরা…’, মিম নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

তবে রোহিতের কথায় যা ইঙ্গিত মিলেছে তাতে প্রথম ম্যাচে মহম্মদ শামির খেলার সম্ভাবনা কম। বুমরাহর পরিবর্তে মহম্মদ শামি (Mohammad Shami) দলে ঢুকেছেন। অভিজ্ঞ পেসার সম্পর্কে অধিনায়কের বক্তব্য,”মহম্মদ শামিকে অনেকদিন খেলতে দেখিনি। তবে শুনেছি ও ভাল ছন্দে রয়েছে। রবিবার অনুশীলনে ওকে দেখার সুযোগ হবে।” অর্থাৎ শামির ফিটনেস সম্পর্কে নিশ্চিত নন অধিনায়ক। যার অর্থ ২৩ তারিখ তাঁর খেলার সম্ভাবনা কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement