shono
Advertisement
T20 World Cup Prize Money

বিশ্বজয়ের পর ১২৫ কোটি টাকা ঘোষণা বিসিসিআইয়ের, কার কপালে জুটল কত?

রিজার্ভে থেকে কত পেলেন রিঙ্কুরা?
Published By: Arpan DasPosted: 12:10 PM Jul 08, 2024Updated: 04:38 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জেতার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সদস্যরা। তাঁদের অভ্যর্থনায় জনসমুদ্র ছিল মুম্বইয়ের মেরিন ড্রাইভে। বিসিসিআই থেকে সম্মান জানানো হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তার সঙ্গে পুরো দল ১২৫ কোটি টাকা পাবে (Prize Money), সেটাও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কারা কত টাকা পাচ্ছেন?

Advertisement

বিশ্বকাপ (T20 World Cup) সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন। ক্রিকেটার, কোচিং স্টাফ, মিডিয়া অফিসার, ভিডিও বিশ্লেষণকারী দলও ছিল। একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে, ভারতীয় দলের সদস্যদের মধ্যে বিভিন্নভাবে ১২৫ কোটি টাকা ভাগ করে দেওয়া হবে।

জানা গিয়েছে, বিশ্বকাপের মূল দলে যে ১৫ জন ছিলেন, তারা পাচ্ছেন ৫ কোটি টাকা করে। রোহিত-বিরাটরা প্রতিটি ম্যাচেই দলে ছিলেন। তাঁরা তো এই টাকা পাবেনই। এমনকী যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহালের মতো যাঁরা ১৫ জনের দলে থেকেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি, তাঁরাও ৫ কোটি টাকা করে পাবেন। হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্যও এই টাকা বরাদ্দ।

[আরও পড়ুন: বলিউডের নায়িকাকে বিয়ে করছেন কুলদীপ? জল্পনার মধ্যে মুখ খুললেন ভারতীয় স্পিনার]

ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন ২.৫ কোটি টাকা। অজিত আগরকর-সহ নির্বাচকরা পাবেন ১ কোটি টাকা। এছাড়াও তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিওর এবং কন্ডিশনিং কোচেরা ২ কোটি টাকা করে পাবেন।

[আরও পড়ুন: ‘বয়স কমছে’, জন্মদিনে লন্ডনে সেলিব্রেশন সস্ত্রীক সৌরভের, মহারাজকীয় শুভেচ্ছা কেকেআরেরও]

মূল দলে না থাকলেও রিজার্ভে ছিলেন রিঙ্কু সিং, শুভমান গিল, আবেশ খান ও খলিল আহমেদ। তাঁরাও প্রত্যেকে পাচ্ছেন ১ কোটি টাকা। সেই বিষয়ে বিসিসিআইয়ের (BCCI) একটি সূত্র জানিয়েছেন, "ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের টাকা পাওয়ার বিষয়ে জানানো হয়েছে। তাঁদেরকে আমরা বলেছি ইনভয়েস জমা করতে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ জেতার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
  • বিসিসিআই থেকে সম্মান জানানো হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
  • বিশ্বকাপ সফরকারী দলে সব মিলিয়ে ৪২ জন সদস্য ছিলেন।
Advertisement