সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) ও পাকিস্তান টিভির (PTV) মধ্যে ঝামেলা শেষ হয়েও যেন হতে চাইছে না। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছে পাকিস্তান টিভি। তাঁকে পাঠানো হয়েছে আইনি নোটিসও। পিটিভির তরফ থেকে শোয়েবকে জানানো হয়েছে, পিটিভি ম্যানেজমেন্টকে কিছু না জানিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচার চলার সময়ে দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন আপনি। এছাড়া ভারতীয় টিভিতে হরভজন সিংয়ের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়ায় পিটিভির ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার জন্য বিশাল অঙ্কের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বহু যুদ্ধের সৈনিক শোয়েবের কাছ থেকে।
গত ২৬ অক্টোবর ঝামেলার সূত্রপাত হয় শোয়েব ও পিটিভির মধ্যে। পিটিভি-তে স্পোর্টসের এক আলোচনায় ক্যারিবিয়ান কিংবদন্তি স্যর ভিভ রিচার্ডস, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ার, প্রাক্তন পাক পেসার আকিব জাভে ও প্রাক্তন পাক উইকেট কিার রশিদ লতিফদের সঙ্গে বসেছিলেন শোয়েব। উপস্থাপকের দায়িত্বে ছিলেন পিটিভির পরিচিত মুখ নোমান নিয়াজ।
[আরও পড়ুন: T20 World Cup: অরুণের টস অজুহাত ওড়ালেন হরভজন, বললেন, ‘জিততে হলে রানই করতে হবে’]
বিশ্বকাপে (T-20 World Cup 2021) কোহলিদের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছিলেন পাক পেসার শাহিন আফ্রিদি। জাতীয় দলের আরেক বোলার হ্যারিস রউফের উত্থানের কথাই তুলে ধরছিলেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। কিন্তু বক্তব্যের মাঝেই তাঁকে থামিয়ে দেন সঞ্চালক নোমান নিয়াজ। উলটে বলেন, “আপনি একটু কর্কষভাবে কথা বলছেন। নিজেকে অতিরিক্ত স্মার্ট মনে করলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। লাইভেই এ কথা আপনাকে বলছি।”
অনুষ্ঠান চলাকালীন আচম্বিতেই শোয়েবকে আলোচনা ছেড়ে চলে যেতে বলায় হকচকিয়ে যান প্রাক্তন পাক পেসার। পরে বিজ্ঞাপনের বিরতির পরে আলোচনা শুরু হলে অনুষ্ঠান ছেড়ে চলে যান শোয়েব। দু’ জনেই অবশ্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন। কিন্তু তাল কেটে যায় আগেই। শোয়েব অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় পি টিভি এখন শোয়েবের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে। তাঁর কাছ থেকে ১০ কোটি টাকা চাওয়া হয়েছে। গোটা ঘটনার প্রেক্ষিতে শোয়েব টুইট করে লিখেছেন,“অত্যন্ত হতাশ হলাম। পিটিভির হয়ে কাজ করার সময়ে আমার সম্মান ও খ্যাতি ওরা রক্ষা করতে পারেনি। এখন রিকভারি নোটিস পাঠাচ্ছে। আমি লড়াকু। সহজে হাল ছাড়ব না।” শোয়েব ও পিটিভি-র মধ্যে ঝামেলা কতদূর গড়ায় সেটাই এখন দেখার।