আলাপন সাহা: দুবাই থেকে মঙ্গলবার শহরে ফিরেছিলেন। তারপর থেকেই টানা শুটিং। শুক্রবার নিজের অফিসে দিনভর বৈঠক। শনিবার দাদাগিরির শুটিং সেরেই দুবাই উড়ে যাবেন। রবিবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে মাঠে থাকবেন ভারতীয় বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বিরাট কোহলিরা (Virat Kohli) হারলেও খুব একটা উদ্বিগ্ন নন সৌরভ। তাঁর কথায়, টুর্নামেন্টে এক-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে, সেটা নিয়ে এত চিন্তার কিছুই হয়নি।
শুক্রবার ব্যস্ত শিডিউলের মাঝেই সংবাদ প্রতিদিন-কে বলেছিলেন, “একটা-আধটা ম্যাচ খারাপ যেতেই পারে। সেটা নিয়ে এত ভাবার কিছু নেই। আমাদের টিম যথেষ্ট ভাল। ধারাবাহিকভাবে আমরা ভাল ক্রিকেট খেলে আসছি। আমি নিশ্চিত নিউজিল্যান্ড ম্যাচে আমরা খুব ভাল ক্রিকেট খেলব। আর আমরা নিউজিল্যান্ডকে হারিয়ে দেব।”
[আরও পড়ুন: T-20 WC 2021: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন চাহার, ধোনির মন জিতলেন হার্দিক]
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে যে দর্শক ফিরছে, সেটা বলে দিয়ে গেলেন তিনি। বিশ্বকাপের (T20 World Cup) পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল। প্রথম তিনটে টি-টোয়েন্টির সিরিজ। তারপর দুটো টেস্ট। ইংল্যান্ড সিরিজের পর আবার দেশের মাঠে ক্রিকেট ফিরছে। সৌরভ বলছিলেন, “হ্যাঁ ওই সিরিজে দর্শক থাকবে।”
[আরও পড়ুন: T-20 World Cup: জয়ের হ্যাটট্রিক পাকিস্তানের, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাবর আজমরা]
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেনে আবার সিরিজের শেষ টি-টোয়েন্টি। ওই ম্যাচে সত্তর শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পেয়ে গিয়েছেন সিএবি কর্তারা। সিএবি সূত্রে তেমনই শোনা গেল। এদিনই নাকি ম্যাচ সংক্রান্ত যাবতীয় গাইড লাইন এসে গিয়েছে সিএবিতে। আর নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টিকিট বিক্রিও শুরু হয়ে যাচ্ছে।