সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পের কবলে তাইওয়ান (Taiwan)। রিখটার স্কেলে ভূমিকম্পের (Earthquake) তীব্রতা ছিল ৭.৪। এখনও পর্যন্ত এই বিপর্যয়ে ৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত অন্তত ৭০০। বড়সড় এই কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে। এছাড়াও সুনামি সতর্কতা জারি হয়েছে দক্ষিন জাপান (South Japan) ও ফিলিপিন্সে। এই পরিস্থিতিতে তাইওয়ানে থাকা ভারতীয়দের উদ্দেশে জারি হল নির্দেশিকা।
'ইন্ডিয়া তাইপেই অ্যাসোসিয়েশনে'র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে,'বুধবার অর্থাৎ ৩ এপ্রিল, ২০২৪ সকালে তাইওয়ানের পূর্ব উপকূলে হওয়া ভূমিকম্পের দিকে নজর রেখে তাইওয়ানে বসবাসকারী ভারতীয়দের জন্য এমার্জেন্সি হেল্পলাইন খুলে দেওয়া হল সাহায্য, পরামর্শের জন্য।' পোস্টে ফোন নম্বরের পাশাপাশি ইমেল আইডিও দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাসোসিয়েশনের তরফে আর্জি জানানো হয়েছে, ওখানে থাকা ভারতীয়রা যেন এই নির্দেশিকা বাকি ভারতীয়দের কাছেও পৌঁছে দেন।
[আরও পড়ুন: বিজেপিতে না এলেই ‘অব কে বার তিহাড়’! গেরুয়া শিবিরকে আক্রমণ মহুয়ার]
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিট নাগাদ ব্যাপকভাবে কেঁপে ওঠে কার্যত গোটা তাইওয়ান। পাশাপাশি দক্ষিণ জাপানেও ব্যাপক কম্পন অনুভূত হয়। বিজ্ঞানীদের দাবি, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়ন শহরের থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে, এবং ভূপৃষ্ঠ থেকে ৩৪.৮ কিলোমিটার গভীরে। মার্কিন বিজ্ঞানীদের তরফে ভূমিকম্পের তীব্রতা ৭.৪ বলে দাবি করা হলেও, জাপানের আবহাওয়া দপ্তরের দাবি ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ২৫ বছরের মধ্যে এটাই তাইওয়ানে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ভূমিকম্পে অন্তত ২৬টি বাড়ি ভেঙে পড়ার কথা জানা যাচ্ছে। যার মধ্যে অর্ধেক বাড়িই হুয়ালিয়ন শহরে অবস্থিত। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। অন্তত ২০ জন সেখানে আটকে রয়েছেন বলে খবর। পাশাপাশি সুনামি সতর্কতা ঘিরেও আতঙ্ক সৃষ্টি হয়েছে।