shono
Advertisement

‘উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে’, বামেদের নতুন চমক ‘দুর্নীতির বর্ণপরিচয়’

'চোর তাড়ান, গলার জোর বাড়ান', নতুন স্লোগান বামেদের।
Posted: 04:26 PM Mar 31, 2023Updated: 04:26 PM Mar 31, 2023

বুদ্ধদেব সেনগুপ্ত: নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে তোলপাড় রাজ্য়। একদল সরব হয়েছে, টাকার বিনিময়ে বিক্রি হয়েছে চাকরি। তো আরেক দল বলছে, চিরকুটের মাধ্যমে চাকরি পেয়েছে বাম ঘনিষ্ঠরা। ইতিমধ্যে ইমেল করে বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ জানাতে বলেছে তৃণমূলের আইটি সেল। গত কয়েকদিন ধরে চিরকুটে চাকরি পাওয়া বামনেতার পরিজনদের নামের তালিকা প্রকাশ করে লাল শিবিরকে নিশানা করেছেন দেবাংশুরা। এবার পালটা দুর্নীতির বর্ণপরিচয় প্রকাশ্যে আনল সিপিএম। চালু করল ইমেল আইডি-ও। তাঁদের স্লোগান, ‘চোর তাড়ান, গলার জোর বাড়ান।’

Advertisement

শুক্রবার বেলা ১১টা নাগাদ নতুন হ্যাশট্যাগ এনেছে বামেরা- #ChorTMC। প্রকাশ করা হয়েছে নতুন বর্ণপরিচয়। যেখানে স্বরবর্ণ ধরে ধরে নতুন নতুন স্লোগান লেখা হয়েছে। সঙ্গে রয়েছে রাজ্য়ের নেতা-মন্ত্রীর কার্টুন। বর্ণপরিচয়ে লেখা হয়েছে, ‘অ এ অজগর আসছে তেড়ে, লুঠের টাকা দিচ্ছে মেরে।’ কোথাও আবার লেখা হয়েছে, “উট চলেছে মুখটি তুলে, মন্ত্রীরা সব যাচ্ছে জেলে।’ বর্ণপরিচয়ে বামেরা যে শুধু তৃণমূল নেতা-মন্ত্রীদের বিঁধেছে এমনটা নয়, সিপিএম নেতাকর্মী-জনতাকে ঘুরে দাঁড়ানোর ডাক দিয়েছে সিপিএম। ডাক দেওয়া হয়েছে বদলের। লেখা হয়েছে- ‘এ এই সুযোগেই পালটে ফেলো প্রতিস্পর্ধী আগুন জ্বালো।’ ‘ঔ-ঔষধ নিয়ে হাজির আছে, লাল পতাকা রাত জাগছে।’

[আরও পড়ুন: মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা! কেজরিওয়ালকে জরিমানা গুজরাট হাই কোর্টের]

শুধু বর্ণপরিচয় নয়, চালু করা হয়েছে chortrinamool@gmail.com ইমেল আইডিও। যেখানে শুধু চাকরি ক্ষেত্র নয়, অন্যান্য যে কোনও ক্ষেত্রের দুর্নীতির অভিযোগ জানানো যাবে সেখানে। এই ক্যাম্পেনের নাম দেওয়া আছে, ‘চোর তাড়ান, গলার জোর বাড়ান।’ যদিও তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের কটাক্ষ, ওদের মাথায় ঘিলু নেই। আমাদের নকল করছে। আগে খেলা হবে স্লোগান নিজেদের ব্যবহার করেছে। এবার ইমেল আইডিও নকল করল।” 

 

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্মীকে তলব, সিজিওতে হাজিরার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement