shono
Advertisement

আঙুল কেটে নিয়েছিল তালিবানরা, ফের ভোট দিয়ে নেটদুনিয়ায় হিরো আফগান যুবক

সেই ভয়ংকর দিনের স্মৃতি আজও তাজা সইফুল্লাহ’র মনে৷ The post আঙুল কেটে নিয়েছিল তালিবানরা, ফের ভোট দিয়ে নেটদুনিয়ায় হিরো আফগান যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:11 PM Sep 29, 2019Updated: 03:11 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানি হুঁশিয়ারিকে তোয়াক্কা না করেই ২০১৪-র রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ এ জন্য শাস্তিও পেয়েছিলেন তিনি৷ হাতের আঙুল কেটে দিয়েছিল জঙ্গিরা৷ চলেছিল নির্মম অত্যাচারও৷ ইতিমধ্যে চলে গিয়েছে পাঁচ বছর৷ আবার একটা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল আফগানিস্তানে৷ আর আগের মতোই এবারও ভোট দিলেন সইফুল্লাহ সফি৷ চরম শাস্তিও থামাতে পারল না গণতন্ত্রের পূজারি এই মানুষটিকে৷ তাই নেটিজেনদের এখন অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছেন এই আফগান ব্যবসায়ী৷

Advertisement

[ আরও পড়ুন: চিনে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩৬ ] 

২০১৪-র সেই দিনের ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও আতঙ্কে ভোগেন সইফুদ্দিন৷ তিনি বলেন, ‘‘ভোট দেওয়ার পর কাবুলের পূর্বপ্রান্তে অবস্থিত খোস্ত শহরে বসবাসকারী আমার পরিবারের কাছে যাচ্ছিলাম৷ রাস্তাতেই আমার গাড়ি থামায় তালিবানরা৷ আঙুলে কালো কালি লাগান দেখেই, রাস্তার ধারের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় আমাকে৷ সেখানেই বিচার হয় আমার৷ এরপর শাস্তিস্বরূপ আমার হাতের আঙুল কেটে দেয় সন্ত্রাসবাদীরা৷’’ এই আফগান ব্যবসায়ী আরও বলেন, ‘‘আঙুল কাটার সময় জঙ্গিরা আমাকে প্রশ্ন করে, ‘আমাদের হুঁশিয়ারি উপেক্ষা করে কেন ভোট দিলে’? ’’ কিন্তু এই মধ্যযুগীয় শাস্তিও থামাতে রাখতে পারেনি সইফুদ্দিনকে৷ ওই নৃশংস দিনের কথা ভাবলেই তাঁর চোখের সঙ্গে ভেসে ওঠে ছেলে-মেয়ের মুখটা৷ এবং তাঁদের ভবিষ্যতকে সন্ত্রাসমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ সইফুদ্দিন এবারও ভোটে দেন৷ তিনি বলেন, ‘‘ওই ভয়ংকর দিনের ছবি আজও আমার চোখের সামনে ভাসে৷ তবে যখন ছেলে-মেয়েদের মুখ মনে পড়লে, দেশের ভবিষ্যতের কথা ভাবলে, তখন ওই সবকিছুকে আর পরোয়া করি না৷ একটা আঙুলই তো গিয়েছে৷ ওরা এবার আমার গোটা হাত কেটে নিলেও, আমাকে দমাতে পারবে না৷’’

[ আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহার! তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ]

জানা গিয়েছে, শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ৩৮ বছরের সইফুল্লাহ’র একটি ছবি৷ যেখানে দেখা যাচ্ছে, তাঁর ডান হাতের একটি আঙুল কাটা রয়েছে৷ এবং বাঁ হাতের একটি আঙুলে কালো কালি লাগানো৷ তাঁর সাহসকে কুর্নিস জানিয়েছে নেটিজেনরা৷ দেশ ও আগামী প্রজন্মের কথা ভেবে সইফুল্লাহ’র এই উদ্যোগ, অন্যান্যদেরও উদ্বুদ্ধ করবে বলে দাবি করেন তাঁরা৷

The post আঙুল কেটে নিয়েছিল তালিবানরা, ফের ভোট দিয়ে নেটদুনিয়ায় হিরো আফগান যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার