shono
Advertisement

১১ জঙ্গির বিনিময়ে মুক্ত তালিবানের হাতে পণবন্দি তিন ভারতীয়

নয়াদিল্লি ও ওয়াশিংটনের মিলিত চেষ্টাতেই বন্দি বিনিময় প্রক্রিয়াটি শুরু হয়। The post ১১ জঙ্গির বিনিময়ে মুক্ত তালিবানের হাতে পণবন্দি তিন ভারতীয় appeared first on Sangbad Pratidin.
Posted: 12:57 PM Oct 07, 2019Updated: 12:57 PM Oct 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার সঙ্গে শান্তি আলোচনার পর ১১ জন জঙ্গির বিনিময়ে তিন ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল আফগান তালিবান। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছে কুখ্যাত জঙ্গিনেতা শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ।

Advertisement

[আরও পড়ুন: মিটিওর ও স্কাল্প মিসাইল নিয়ে এবার অপরাজেয় হচ্ছে রাফালে]

সংবাদ সংস্থা ‘RFE/RL’ সূত্রে খবর, রবিবার ১১ জন সদস্যের বিনিময়ে ৩ ভারতীয় বন্দিকে মুক্তি দিয়েছে তালিবান। তবে ওই জঙ্গিরা আফগান প্রশাসন না মার্কিন সেনার কবজায় ছিল তা এখনও স্পষ্ট নয়। মুক্তি পাওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে কুনর প্রদেশের প্রাক্তন তালিবান গভর্নর শেখ আবদুর রহিম ও নিমরোজে তালিবান শীর্ষকর্তা মৌলবি আবদুর রশিদ। বন্দিমুক্তির দাবির স্বপক্ষে ছবিও পেশ করেছে তালিবান। যদিও সংবাদমাধ্যমের তরফে ওই ছবির সত্যতা নির্ণয় করা সম্ভব হয়নি।রবিবার সকালেই দু’পক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়। তবে আফগানিস্তানের কোন এলাকায় তা হয়েছে জানা যায়নি।

উল্লেখ্য, আফগানিস্তানের উত্তর বাঘলান প্রদেশের এক সংস্থায় কর্মরত ৭ জন ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে অপহরণ করা হয়েছিল। যদিও সে সময় কোনও জঙ্গি গোষ্ঠীই এই অপহরণের দায় স্বীকার করেনি। পরে জানা যায়, অপহৃত কর্মীরা তালিবানের হাতে রয়েছে। তারপর বেশ কয়েকবার আলোচনা হলেও তাঁদের মুক্তি দেয়নি জেহাদি গোষ্ঠীটি। তবে গত মার্চে এক বন্দিকে মুক্তি দেওয়া হয়। উল্লেখ্য, আফগানিস্তানে শান্তি ফেরাতে তালিবান শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ। বিশ্লেষকরা মনে করছেন, নয়াদিল্লি ও ওয়াশিংটনের মিলিত চেষ্টাতেই বন্দি বিনিময় প্রক্রিয়াটি শুরু হয়।

[আরও পড়ুন: হোটেলে একই ঘরে থাকতে পারবেন পুরুষ-মহিলা, পর্যটক টানতে নয়া ঘোষণা সৌদি আরবের]

The post ১১ জঙ্গির বিনিময়ে মুক্ত তালিবানের হাতে পণবন্দি তিন ভারতীয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement