shono
Advertisement

নিজের পরিচয়ের প্রমাণ দিতে আদালতে তামিল সুপারস্টার ধনুশ

কোনও সিনেমার গল্প নয় সত্যি ঘটনা৷ কারণ... The post নিজের পরিচয়ের প্রমাণ দিতে আদালতে তামিল সুপারস্টার ধনুশ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:26 PM Mar 01, 2017Updated: 09:23 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সাতসকাল থেকেই মাদ্রাস হাই কোর্টের মাদুরাই বেঞ্চের সামনে ভিড় জমে গিয়েছিল৷ বাবা-মায়ের সঙ্গে আদালতে এসেছিলেন দক্ষিণি সুপারস্টার ধনুশ৷ না, কোনও সিনেমার শুটিং করতে নয় নিজের পরিচয়ের প্রমাণ দিতে৷ কোনও কল্পকাহিনি নয় এটাই বাস্তব৷

Advertisement

কোহলির সমর্থনে এবার পাশে দাঁড়ালেন সৌরভও

ঘটনার সূত্রপাত হয়, ২০১৬ সালের অক্টোবর মাসে৷ আর কাথিরেশন (৬৫) ও তাঁর স্ত্রী কে মীণাক্ষী দাবি করেন সুপারস্টার ধনুশ তাঁদেরই সন্তান৷ ১৯৮৫ সালে মাদুরাইয়ের রাজাজি হাসপাতালে জন্ম হয় তাঁর৷ একাদশ শ্রেণিতে পড়াকালীন নাকি তিনি স্কুল থেকে পালিয়ে যান সিনেমার নায়ক হওয়ার জন্য৷ এই মর্মেই আদালতে মামলা করেছিলেন দম্পতি৷ নিজেদের ভরনপোষণের জন্য কিছু টাকাও দাবি করেছেন৷ প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছিল মেলুর সরকারি স্কুলের একটি ট্রান্সফার সার্টিফিকেট৷ দম্পতির দাবি ছিল, তাঁদের ছেলের ঘাড়ের বাদিকে আঁচিল ও বাঁহাতের কনুইতে কাটা দাগও রয়েছে৷ সেই অনুযায়ী ধনুশের শরীরের ডাক্তারি পরীক্ষারও নির্দেশ দিয়েছিল আদালত৷

দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও

গত সপ্তাহে বিচারপতি চোকালিঙ্গম ধনুশকে সেই পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেন৷ আনা হয় বিশেষজ্ঞকে৷ এই কারণেই বাবা কস্তুরি রাজা ও মা বিজয়ালক্ষ্মীকে নিয়ে আদালতে হাজির হয়েছিলেন ধনুশ৷ এমন কোনও দাগ তাঁর শরীরে নেই বলেই জানিয়েছেন অভিনেতা৷ সেই অনুযায়ী পরীক্ষাতেও সহযোগিতা করেছেন তিনি৷ বৃহস্পতিবার ধনুশের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে৷ অভিযোগকারী দম্পতিকেও তাঁদের ছেলের বার্থ সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে৷

ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প

The post নিজের পরিচয়ের প্রমাণ দিতে আদালতে তামিল সুপারস্টার ধনুশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement