সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার তামিলনাড়ুতে বয়লার বিস্ফোরণের ঘটনায় ছড়ায় তীব্র আতঙ্ক। প্রথমে কেবলমাত্র আহতের খবর এলেও যত সময় গড়াচ্ছে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তামিলনাড়ুর কুড্ডালোর জেলার নভেলি লিগনাইট পাওয়ার (NLC) প্লান্টে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ছ’জন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে আহত কমপক্ষে ১৭ জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। আরও অনেকে ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: ‘মায়ের কাছে যাব’, কাশ্মীরে জঙ্গিহানায় নিহত আত্মীয়ের মৃতদেহের উপর বসে অঝোরে কান্না একরত্তির]
পুলিশের তরফে এম শ্রী অভিনব জানিয়েছেন, ইতিমধ্যেই আহতদের চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে দমকলবাহিনী। তবে ঠিক কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এদিন সকালের বিস্ফোরণে স্থানীয়দের মধ্যেও তীব্র আতঙ্ক ছড়ায়। উল্লেখ্য, গত মে মাসে সরকারি এই NLC প্লান্টেই বয়লার বিস্ফোরণ হয়েছিল। সেবার দুর্ঘটনায় আটজন জখম হন।
[আরও পড়ুন: লাদাখে নতুন ‘সীমানা’ তৈরির দাবি চিনের! দু’দেশের সেনাকর্তাদের তৃতীয় বৈঠকও ‘নিষ্ফলা’]
The post তামিলনাড়ুতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত বহু appeared first on Sangbad Pratidin.