সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বর্ণবৈষম্যের শিকার হলেন আরও এক ভারতীয় অভিনেত্রী। অভিনেত্রী কাজল মুখোপাধ্যায়ের বোন তানিশা আপাতত এক অনুষ্ঠানের জন্য নিউ ইয়র্কে রয়েছেন৷ ‘ক্রাই আমেরিকা চ্যারিটি গালা’ নামক ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত সপ্তাহের প্রথমার্ধেই তানিশা পোঁছে গিয়েছেন সেখানে। শনিবার সন্ধ্যে নাগাদ তিনি তাঁর নিউ ইয়র্কের বন্ধুবান্ধবদের সঙ্গে এক পানশালায় গিয়েছিলেন। আর সেখানেই বর্ণবৈষম্যের শিকার হন তানিশা মুখোপাধ্যায়।
[এই ৫ সুপারহিট ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন দীপিকা!]
তানিশার অভিযোগ, হোটেলের এক কর্মচারী হঠাৎই তাঁকে দেখে অসঙ্গতিপূর্ণ মন্তব্য করতে থাকে। ওই কর্মচারী আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত৷ সে অভিনেত্রীকে বলে, “দেখে মনে হচ্ছে নতুন এবং ইংরেজি বলিয়েও নয়৷” বিদেশের মাটিতে এভাবে হেনস্তার জেরে অভিনেত্রী প্রথমে হতচকিত হয়ে যান। বুঝে উঠতে পারছিলেন না তাঁর কী করা উচিত। পরে সম্বিত ফিরলে হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। এমনকী, পুলিশকেও ডাকতে বলেন ঘটনাস্থলে। কিন্তু, কর্তৃপক্ষের কাছ থেকে কোনোরকম সাহায্যই তিনি পাননি বলেও অভিযোগ। অভিনেত্রীর আরও অভিযোগ, গোটা ঘটনার ভিডিও তুলতে গেলেও বাধা দেওয়া হয়। বন্ধুদের সঙ্গে এরপর হোটেল থেকে বেরিয়ে যান ওই অভিনেত্রী৷
[আসছে ‘গাল্লি বয়’-এর সিক্যুয়েল! অভিনয়ে কে?]
তানিশা বলেন, ‘‘একজন আফ্রিকান-আমেরিকান মানুষের কাছ থেকে এরকম ব্যবহার পাওয়াটা আশাতীত। ইতিহাসটা বোধহয় ভুলে গিয়েছে সে। তাঁদেরও তো একটা সময়ে শিকার হতে হয়েছিল বর্ণবিদ্বেষের।’’ কী করে অন্য কোনও দেশের মানুষের ক্ষেত্রে এমন পুনরাবৃত্তি ঘটাতে পারেন ওই কর্মচারী, সে প্রশ্নও তোলেন অভিনেত্রী৷
The post বিদেশের মাটিতে বর্ণবিদ্বেষের শিকার তানিশা appeared first on Sangbad Pratidin.