shono
Advertisement

Breaking News

বাংলাদেশে টিপ কাণ্ডের প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন তসলিমা ও মিথিলা

কী বললেন তসলিমা ও মিথিলা?
Posted: 04:37 PM Apr 04, 2022Updated: 04:37 PM Apr 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিপ কাণ্ড নিয়ে তোলপাড় বাংলাদেশ (Bangladesh)। অভিযুক্ত পুলিশ কর্মীর আচরণের তীব্র নিন্দা করেছে সবমহল। খোঁজ চলছে অভিযুক্তের। এরই মাঝে এবার সোশ্যাল মিডিয়ায় র্গজে উঠলেন তসলিমা নাসরিন ও মিথিলা।

Advertisement

রবিবার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি শাড়ি ও টিপ পরা ছবি পোস্ট করেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সেখানেই টিপ-কাণ্ড নিয়ে আক্রমণ করেন সমাজের একাংশকে। লেখেন, “টিপ টিপ টিপ। মেয়েরা কত রকম ভাবে সাজতে পারে। বেচারা ছেলেদের সাজগোজের বেশি কিছু নেই। নানা রকম অলংকার, শাড়ি, মিনিস্কার্ট, হাইহিল, এমন কী টিপটাও পরতে পারে না। মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।”

 

[আরও পড়ুন: টাকা ধার নিয়ে বিপাকে পরিচালক রাজকুমার সন্তোষী, হতে পারে ১ বছরের জেল!]

ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন সৃজিতপত্নী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। সাদা কালো সেই ছবিতে মিথিলার কপালে জ্বলজ্বল করছে গাঢ় লাল টিপ। ওই ছবির মাধ্যমেই টিপ-কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, “আমার টিপ নিয়ে কোনও কথা নয়/ আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়/ যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়/ পৃথিবীটা তোমার একার নয়!” টিপ কাণ্ড নিয়ে মিথিলার বক্তব্য, “আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি…. নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একে বারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়।”

 

উল্লেখ্য, বাংলাদেশের এক শিক্ষিকা কপালে টিপ পরেছিলেন। সেই অপরাধে তাঁকে মোটরবাইকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) ব্যস্ততম ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনের এই ঘটনায় তোলপাড় ওপার বাংলা।

[আরও পড়ুন: শিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি পুরস্কার পেলেন ভারতীয় কন্যা ফাল্গুনী শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement