shono
Advertisement

ভারতীয় সংস্থার বাজিমাত! এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA

পাশে আছে ভারত সরকার। জানালেন কেন্দ্রীয় মন্ত্রী।
Posted: 05:37 PM Oct 27, 2023Updated: 06:27 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। অ্যাপেলের সঙ্গে এতদিন যুক্ত ছিল উইসট্রন। তারা বিদায় নিতেই টাটা গোষ্ঠীর সামনে খুলে গেল দরজা।

Advertisement

ইলেকট্রনিক ও প্রযুক্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার জানান, আগামী আড়াই বছরের মধ্যেই এই প্রকল্প সম্পন্ন হবে। আর টাটা গোষ্ঠী (TATA Group) যাতে সাফল্যের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত করতে পারে, তার জন্য ভারত সরকার এবং একাধিক সংস্থা তাদের সাহায্য করবে। এদিন X হ্যান্ডেলে চন্দ্রশেখর লেখেন, “ভারতীয় ইলেকট্রনিক্স কোম্পানি যাতে আন্তর্জাতিক বাজারে প্রভাব বিস্তার করতে পারে, তার জন্য পাশে আছে কেন্দ্র সরকার। ইলেকট্রনিক্সে গোটা বিশ্বের মধ্যে দেশকে শক্তিশালী হিসেবে তুলে ধরাই লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। আর সেই লক্ষ্যে এই প্রকল্প নিঃসন্দেহে বড় পদক্ষেপ।”

[আরও পড়ুন: এবার নবমীতেও যাওয়া হয়নি, জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারিতে মন ভালো নেই মন্তেশ্বরের পৈতৃক বাড়ির]

উইস্ট্রন কর্প নামের তাইওয়ানের একটি সংস্থা অ্যাপেলের ফোন প্রস্তুত করার দায়িত্বে ছিল। তবে সম্প্রতি টাটা গ্রুপের সঙ্গে চুক্তি হয় তাদের। ১২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে আইফোন তৈরির ভারতের ইউনিটটি ছেড়ে দিতে রাজি হয়ে যায় উইস্ট্রন। আর সেই সুবাদেই কার্যত হাতে চাঁদ পেল টাটা গোষ্ঠী। এবার ভারতে যত আইফোন তৈরি হবে, তার ১০০ শতাংশ স্টেকই টাটার।

শোনা যাচ্ছে, চুক্তি চূড়ান্ত হওয়ার পরই যাবতীয় কাজ শুরু করে দিয়েছে টাকা। বেঙ্গালুরুতে আইফোন তৈরির কারখানার আরও বিস্তার ঘটানো হবে। পাশাপাশি ইউজারদের দৃষ্টি আকর্ষণের জন্য অদূর ভবিষ্যতে ভারতে অন্তত ১০০টি অ্যাপেল স্টোরও খুলবে টাকা।

[আরও পড়ুন: সতর্ক করার জন্য বার বার ফোনে আসছে এমার্জেন্সি অ্যালার্ট, শঙ্কা বাড়ছে আমজনতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement