shono
Advertisement

ঝাড়গ্রামে জ্বলন্ত রডের আঘাতে হাতির মৃত্যু! মর্মাহত মিমি-শ্রীলেখা-তথাগত

সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তিন তারকা।
Published By: Suparna MajumderPosted: 02:01 PM Aug 18, 2024Updated: 04:37 PM Aug 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে তোলপাড়া গোটা দেশ। অন্যদিকে ঝাড়গ্রামের হাতিমৃত্যুর ঘটনায় মর্মাহত মিমি চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা। সোশাল মিডিয়ার মাধ্যমে এর তীব্র নিন্দা করেছেন তিন তারকা। উগরে দিয়েছেন ক্ষোভ।

Advertisement

ছবি: ফেসবুক

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ে পাঁচ হাতির এক দল। হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যুও হয়। বিষয়টি সামাল দিতে হুলা পার্টির ডাক পড়ে। অভিযোগ, হুলা পার্টির সদস্যদের জ্বলন্ত রডের আঘাতে এক হাতি গুরুতর জখম হয়। পরে তার মৃত্যু হয়। 'X' হ্যান্ডেলে গাছপালার মধ্যে পড়ে থাকা হাতির ছবি শেয়ার করে মিমি চক্রবর্তী লেখেন, "নির্লজ্জ! হুলা পার্টির একটি দল তাকে আগুনে পোড়া মাশাল এবং ধারালো লোহার রড দিয়ে মেরে হত্যা করেছে। এর দায় কে নেবে? মানুষ হিসেবে এবং সমাজ হিসেবে আমরা ব্যর্থ। আর কত?"

[আরও পড়ুন: ‘দাদাগিরিতে যাইনি, যাব না…’, নাম না করে সৌরভকে কটাক্ষ স্বস্তিকার]

তথাগত লেখেন, "হাতিটা আগুনে পুড়ে যন্ত্রণা পেতে পেতে মৃত্যুবরণ করেছে। আপনারা বুঝতে পারছেন যন্ত্রণাটা! তার সাথে একটি শিশু হাতি ছিল, সে আগুন দেখে আর হাতিটির ছটফটানি আর চিৎকার শুনে লুকিয়ে যায় ভয়ে। হাতিটি জ্বলতে থাকে। ঈশ্বর আমি আর নিতে পারছি না!"

ঘটনায় চূড়ান্ত হতাশ শ্রীলেখা মিত্র। ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "আমরা বোধহয় সত্যিই ধ্বংসের পথে এগোচ্ছি। আর এসব দেখতে পারি না। এত হিংসা, এত আক্রমণ এই অবলাদের প্রতি...তার পর আপনারা মানুষকে মনোহর বলবেন? মনোহর তো মানুষের অনেক উর্ধ্বে।"

[আরও পড়ুন: সায়নীর ছবি ব্যবহার করে RG Kar কাণ্ডের অপপ্রচার! তীব্র প্রতিবাদ গায়িকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়গ্রামের হাতিমৃত্যুর ঘটনায় মর্মাহত মিমি চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্ররা।
  • সোশাল মিডিয়ার মাধ্যমে এর তীব্র নিন্দা করেছেন তিন তারকা। উগরে দিয়েছেন ক্ষোভ।
Advertisement