shono
Advertisement

বিশ্বের ধনী পোষ্যদের তালিকায় টেলর সুইফটের বিড়াল, জানেন দাম কত?

সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় এই বিড়ালটি।
Posted: 04:39 PM Jan 06, 2023Updated: 04:39 PM Jan 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের ধনী পোষ্যদের তালিকায় তৃতীয় স্থান পেল গ্র্যামি জয়ী গায়ক টেলর সুইফটের বিড়াল! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সেলিব্রিটি অলিভিয়া। কিন্তু জানেন কি তার সম্পত্তির পরিমাণ কত?

Advertisement

ইনস্টাগ্রাম খতিয়ে দেখে একটি তালিকা তৈরি করেছে ফোর্বস স্টাইল লিস্ট। সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের বিচারে সেই তালিকায় তৃতীয়তে নাম টেলরের অলিভিয়ার। জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে টেলরে কাছে রয়েছে অলিভিয়া। এছাড়া আরও ২ টি বিড়াল রয়েছে তাঁর। মেরেডিথ গ্রে এবং বেঞ্জামিন বাটন। তবে প্রবলভাবে জনপ্রিয় অলিভিয়া। কিন্তু অলিভিয়ার নিজস্ব কোনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবে টেলরের সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় তাঁর প্রিয় পোষ্যকে। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে অলিভিয়াকে। টেলরের সঙ্গে বিজ্ঞাপনীতেও দেখা গিয়েছে তাঁর প্রিয় পোষ্যকে।

[আরও পড়ুন: বিজেপিকে সমর্থন করলে BDO, আইসিকে দেখে নেওয়ার হুঁশিয়ারি! বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেতা]

সোশ্যাল মিডিয়ায় অলিভিয়ার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অনেকেই মাঝে মধ্যে টেলরের ইনস্টায় চোখ রাখেন অলিভিয়ার জন্য। বর্তমানে এই পোষ্যটির বাজার মূল্য ৮০০ কোটি টাকা। সোশ্যাল মিডিয়ায় তার যে কোনও পোস্ট ভরে যায়  লাইক, কমেন্টে। টেলরের বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৭০০ কোটি টাকা। তার মধ্যে অলিভিয়ার অংশও রয়েছে বলে দাবি ওয়াকিবহল মহলের। কারণ অলিভিয়ার জনপ্রিয়তা।  

[আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম ছাত্রীকে খুনের পর দেহ পুঁতে দেওয়ার অভিযোগ, আটক ২ প্রতিবেশী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার