shono
Advertisement

Breaking News

বাণিজ্যে স্নাতক হলেই মিলবে টি বোর্ডে চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো?

দেরি না করে আজই আবেদন করুন। The post বাণিজ্যে স্নাতক হলেই মিলবে টি বোর্ডে চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:15 PM Nov 21, 2019Updated: 05:15 PM Nov 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল টি বোর্ডের শিলিগুড়ি শাখা। হিসাবরক্ষক পদেই মূলত কর্মী নিয়োগ করবে টি বোর্ড। এক বছরের চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। দক্ষতার ভিত্তিতে ওই কর্মীর চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। এছাড়া বাণিজ্য বিভাগে মাস্টার্স অথবা সিএ-ইন্টার বা সিএমএ-ইন্টার হলেও আবেদন করা যেতে পারে।
২. এই শূন্যপদে আবেদনের জন্য এমএস অফিস এবং এমএস এক্সেল সম্পর্কে জ্ঞান থাকাও বাধ্যতামূলক।
৩. আবেদনকারীর ট্যালি সম্পর্কে ধারণা থাকাও প্রয়োজন।

অভিজ্ঞতা:
আগ্রহী প্রার্থীর হিসাবরক্ষক হিসাবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স:
১ নভেম্বর ২০১৯ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে tbicarecruitment2019@gmail.com এই ই-মেল আইডিতে বায়োডেটা পাঠাতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার সংক্রান্ত কোর্সের নথিপত্র ওই ই-মেল আইডিতে পাঠাতে হবে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রাহ্য করা হবে।

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউ এবং কম্পিউটারভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে টি বোর্ডের শিলিগুড়ি দপ্তরে।

*এছাড়াও এই চাকরি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে //www.teaboard.gov.in এই ওয়েবসাইটে। 

The post বাণিজ্যে স্নাতক হলেই মিলবে টি বোর্ডে চাকরি, আবেদনের পদ্ধতি জানেন তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement