সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ জেতা আগেই হয়ে গিয়েছে। এবার শুধু ব্যবধান বাড়িয়ে ট্রফি হাতে তোলার অপেক্ষা। এর আগে রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা বেড়ে গেল। কারণ ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্টের তৃতীয় দিন মাঠেই নামলেন না টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক।
কিন্তু কেন? কী এমন ঘটেছে?
পিঠের চোটে জর্জরিত হিটম্যান। তাই তাঁকে তৃতীয় দিনের খেলায় নামতে দেখা যায়নি। দলের অধিনায়কের চোট পাওয়ার ব্যাপারটা অবশ্য লুকিয়ে রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। বিসিসিআইয়ের X হ্যান্ডেলে তাঁর চোটের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘পিঠের চোটে আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিন মাঠে নামতে পারবেন না।”
[আরও পড়ুন: ধরমশালায় ইতিহাস অ্যান্ডারসনের, প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক]
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথমবার রোহিতের ফিটনেস সমস্যা সামনে এল। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের সিরিজের মাঝে বিশ্রাম দেওয়া হলেও, রোহিত লাগাতার খেলে যাচ্ছিলেন। রাজকোট টেস্টের প্রথম ইনিংসে ১৩১ রান করার পর এবার ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রান করেছিলেন হিটম্যান। ব্যাট করার সময়ই পিঠে ব্যথা অনুভব করেন। আর তাই তাঁর ভবিষ্যতের কথা ভেবে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ২৪ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে রোহিত সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।