shono
Advertisement

বিশ্বকাপ ফাইনালের আগে মিতালিদের নিয়ে এই ভবিষ্যদ্বাণীই করলেন সৌরভ

মেয়ের হাতে বিশ্বজয়ীর ট্রফি দেখতে মুখিয়ে রয়েছেন মিতালির বাবা। The post বিশ্বকাপ ফাইনালের আগে মিতালিদের নিয়ে এই ভবিষ্যদ্বাণীই করলেন সৌরভ appeared first on Sangbad Pratidin.
Posted: 06:49 PM Jul 22, 2017Updated: 01:46 PM Jul 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল গোটা দেশের নজর তখন ছিল টিম ইন্ডিয়ার আগামী কোচের দিকে। কিন্তু বিশ্বকাপ যত এগোল ততই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন মিতালি রাজরা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখতে এ দেশের ক্রিকেটভক্তদের রাত জাগতে বাধ্য করলেন। রুদ্ধশ্বাস লড়াই করে পৌঁছে গেলেন বিশ্বকাপের ফাইনালে। ভারতীয় মহিলা দলের সামনে এখন ইতিহাসের হাতছানি। প্রথমবার বিশ্বকাপ ঘরে তোলার মাঝে এখন শুধুই ইংল্যান্ড কাঁটা। তাই মাথা ঠান্ডা করে জয়ের তৃপ্তি মুছে ফেলে ইংল্যান্ড বধকেই পাখির চোখ করেছেন ঝুলন-পুনম-হরমনপ্রীতরা। নিজেদের লক্ষ্যে সফল হবেন তাঁরা। সৌরভ গঙ্গোপাধ্যায় অন্তত তেমনটাই মনে করছেন।

Advertisement

[মিতালিরা বিশ্বকাপ খেলছেন জানেনই না রাজীব শুক্লা!]

অস্ট্রেলিয়াকে হারিয়ে রাতারাতি টুর্নামেন্টের ফেভরিট হয়ে উঠেছে উইমেন ইন ব্লু। ঘরের দল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হলেও প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, মিতালিরাই জিতবেন। বলছেন, “সেমিফাইনালে অসাধারণ খেলেছেন হরমনপ্রীত। রবিবারও ভারতই জিতবে।” গ্রুপ পর্যায়ে এই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিলেন মিতালিরা। সেই কারণেই খাতায়-কলমে ভারতকেই এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরাও। ব্রিটিশদের বিরুদ্ধে মেয়েকে এগিয়ে রাখছেন মিতালির বাবা দোরাই রাজও। বলছেন, “২০০৫-এর পর এবারই বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় মহিলারা। সেবারও মিতালিই ক্যাপ্টেন ছিল। ভাল পারফর্ম করেও সেবার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। মিতালি এখন কেরিয়ারের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তাই বিশ্বকাপ জয় দিয়ে শেষ করতে পারলে তা দারুণ আনন্দের হবে।”

গত মাসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলিদের ফর্মের সঙ্গে চলতি টুর্নামেন্টে মিতালিদের ছন্দের অনেক সামঞ্জস্য রয়েছে। পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল টিম ইন্ডিয়া। ফেভরিট হিসেবেই ফাইনালে পৌঁছে গিয়েছিল দল। কিন্তু পাক দলের বিরুদ্ধে ফাইনালে যেন আত্মবিশ্বাসই ডুবিয়ে দিয়েছিল কোহলিদের। তাই এবার প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়াকে হারানোর পর আত্মতুষ্টিতে ভুগবেন না তো স্মৃতি-দীপ্তিরা? দোরাই রাজ বলছেন, “না। তেমনটা হবে না। অতীতেও এমন পরিস্থিতির মধ্যে খেলেছে মিতালি। তাই জানি, প্রতিপক্ষের বিরুদ্ধে ঠান্ডা মাথায় ভালভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।”

[ফের কলঙ্কিত ভারতীয় ক্রিকেট, গড়াপেটায় অভিযুক্ত ৬ ক্রিকেটার]

ভারতে মহিলাদের ক্রিকেট জনপ্রিয় নয়। নাম-খ্যাতি-অর্থ সবই কম। মিতালিদের বিশ্বকাপ জয় গোটা দেশের এই ধারণাকেই পালটে দেবে। বিশ্বাস বাবা দোরাই রাজের। ইংল্যান্ডে অসামান্য খেলা ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেছে বিসিসিআই।

The post বিশ্বকাপ ফাইনালের আগে মিতালিদের নিয়ে এই ভবিষ্যদ্বাণীই করলেন সৌরভ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement