সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার যখন তাঁর নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার (South Africa) ঘরের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত (India Cricket Team), হোয়াইটওয়াশের লজ্জা জুটেছিল কপালে। তবে সেই ক্ষত মুছে ফেলার সুবর্ণ সুযোগ পাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)।
মঙ্গলবার পোর্ট এলিজাবেথ, অধুনা কেবেয়ায় ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া-বধ করতে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক অতীতে যা করতে সমর্থ হয়েছিল বিরাট কোহলির ভারত। সেটাও পাঁচবছর আগে, ২০১৮-তে।
[আরও পড়ুন: রোহিতের উত্তরাধিকার বহন করাই হার্দিকের বড় চ্যালেঞ্জ]
জোহানেসবার্গে অর্শদীপ সিং ও আবেশ খান বল হাতে আগুন ছুটিয়েছেন। দুই পেসার মিলিয়ে শিকার করেছিলেন বিপক্ষের নয় উইকেট। যার মধ্যে অর্শদীপের পাঁচটা, আবেশের চার। বোলারদের এহেন আগুনে পারফরম্যান্স অধিনায়ক রাহুলের মনে সিরিজ জয়ের স্বপ্ন আরও উসকে দেবে, তা বলাই বাহুল্য। কিন্তু সিরিজের বাকি ম্যাচে শ্রেয়স আইয়ারকে পাবে না ‘মেন ইন ব্লু’। টেস্টের প্রস্তুতিতে যোগ দেবেন তিনি। জো’বার্গে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলা শ্রেয়সের পরিবর্তে কে? তাই নিয়ে কৌতূহল তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। এবার কি তবে রিঙ্কু সিংয়ের পালা? নাকি সুযোগ পাবেন রজত পাতিদার? এমন অনেক প্রশ্নের ভিড় ভারতীয় শিবিরে। তবে ব্যাটিং লাইন আপে রদবদল ঘটলেও বোলিং বিভাগ অপরিবর্তিত রেখেই পোর্ট এলিজাবেথে ‘সিংহ-শিকারে’ বদ্ধপরিকর টিম ইন্ডিয়া।
আজ টিভিতে– দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
দ্বিতীয় ওয়ান ডে, বিকেল ৪.৩০
পোর্ট এলিজাবেথ, স্টার স্পোর্টস