shono
Advertisement

শুভমনের ডাবল সেঞ্চুরির ম্যাচে ‘বড় ভুল’রোহিতদের, দিতে হবে মোটা জরিমানা

শুক্রবারই জরিমানার কথা জানিয়েছে আইসিসি।
Posted: 04:12 PM Jan 20, 2023Updated: 04:12 PM Jan 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের শিরোনাম কী? এক কথায় বললে, শুভমন গিলের (Subhman Gill) ডাবল সেঞ্চুরি। বড়জোর ভাবা যেতে পারে, ব্রেসওয়েলের অনবদ্য ইনিংস বা মহম্মদ সিরাজের বোলিং। কিন্তু সেই রুদ্ধশ্বাস ম্যাচে শিরোনামের তালিকায় জুড়ে গেল বিতর্কও। কী না, ভারতীয় দলকে ওই ম্যাচের জন্য ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হল। হ্যাঁ, ৬০ শতাংশ।

Advertisement

কেন? নাকি ভারতীয় দল সঠিক সময়ে নিজেদের ওভার শেষ করতে পারেনি। নির্ধারিত সময়ের মধ্যে ভারত বল করেছিল মোটে ৪৭ ওভার। অর্থাৎ, নিয়মের তুলনায় ৩ ওভার পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। সেই অপরাধে ম্যাচ রেফারি শ্রীনাথ ভারতীয় দলের সব ক্রিকেটারের ৬০ শতাংশ কেটে ম্যাচ ফি নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়মেই রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হল।

[আরও পড়ুন: নিউজিল্যান্ড ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ‘কুকীর্তি’ ঈশান কিষানের, ক্ষুব্ধ প্রাক্তনরা]

এখানেই অধিনায়ক রোহিতের (Rohit Sharma) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যতই ভারতীয় দল ৪ পেসার নিয়ে খেলুক। নির্ধারিত সময় পেরোনোর পর আরও ৩ ওভার কেন বাকি থেকে যাবে? আসলে টানটান ওই ম্যাচে ফিল্ডিং সাজাতে অনেক সময় নিয়ে নিয়েছেন অধিনায়ক। তাছাড়া, হাই স্কোরিং ম্যাচগুলিতে বারবার বল বাউন্ডারির বাইরে গেলে সেই বল ফিরিয়ে এনে সেটাকে মুছে ফের বল করতেও সময় লাগে। তবে এসব যুক্তি আইসিসি মানেনি। রোহিতও নিজেদের অপরাধ মেনে নিয়েছে। ভারতীয় দল ৬০ শতাংশ জরিমানার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জও করেনি।

[আরও পড়ুন: রেসলিং ফেডারেশনের কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে পদক্ষেপ কেন্দ্রের, ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব]

আপাতত টিম ইন্ডিয়ার (Team India) ফোকাস সিরিজের দ্বিতীয় ম্যাচে। ছত্তিশগড়ের মাটি থেকেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত যা খবর তাতে দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে কোনও পরিবর্তন হওয়ার তেমন খবর নেই। যদিও প্রথম ম্যাচে বোলিং বিভাগ নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন অধিনায়ক রোহিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement