রাজর্ষি গঙ্গোপাধ্যায়, লন্ডন: দু’বছর ধরে একের পর এক ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াইয়ে পৌঁছানো। কিন্তু সেই ফাইনালে আরও একবার ব্যর্থতার ছবি। অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ রোহিত শর্মার টিম ইন্ডিয়ার (Team India)। কিন্তু দীর্ঘদিন লড়াই চলার পর কেন একটা ম্যাচেই চ্যাম্পিয়নের ভাগ্য নির্ধারিত হবে? হারের পর এমনই প্রশ্ন তুলে দিলেন ভারত অধিনায়ক।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কী বললেন রোহিত (Rohit Sharma)? তাঁর দাবি, একটা হয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট তিন ম্যাচের সিরিজ হোক। তার মাধ্যমেই নির্ধারিত হবে কে বিজয়ী। তাঁর কথায়, “আমি চাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) হোক তিন টেস্টের ম্যাচ। এ পরিশ্রম করে, খাটা-খাটনি করে এতদূর পৌঁছতে হয়। কিন্তু শেষমেশ মাত্র একটা ম্যাচ খেলি। আমার মনে হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্ত সম্পন্ন করার ক্ষেত্রে তিন ম্যাচের সিরিজ আদর্শ হতে পারে।”
[আরও পড়ুন: ‘পন্থ থাকলে মিরাকল হত’, ফাইনাল হেরে ভারতীয় উইকেটকিপারকে মিস করছেন নেটিজেনরা]
তবে রোহিতের সঙ্গে এ বিষয়ে একমত নন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তিনি একেবারে উলটো কথা বলছেন। তাঁর দাবি, যে কোনও লড়াইয়ে একটি ফাইনালের কে বিজয়ী হবে, তা পরিষ্কার হয়ে যায়। তাই এক্ষেত্রেও একাধিক ফাইনাল করার কোনও যুক্তি দেখছেন না তিনি।
২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেবার বিরাট কোহলির নেতৃত্বে পরাস্ত হয় ভারতকে। আর এবার অস্ট্রেলিয়ার কাছে মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। ভারতের হারের দিন অনন্য নজির গড়লেন কামিন্সরা। একমাত্র দল হিসেবে চার ধরনের আইসিসি ট্রফি পেয়ে ইতিহাসে নাম লেখাল অজিবাহিনী। টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্টের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন তারা।