shono
Advertisement

বিশ্ব ক্রিকেটে একাধিপত্য ভারতের, তিন ফরম্যাটের পাশাপাশি WTC-তেও শীর্ষে রোহিত ব্রিগেড

ইংল্যান্ডকে দুরমুশ করে আইসিসি ক্রমতালিকায় উন্নতি ভারতের।
Posted: 12:45 PM Mar 10, 2024Updated: 12:45 PM Mar 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ক্রিকেটে ভারত (India Cricket Team) রাজ। একসঙ্গে তিন ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেল মেন ইন ব্লু। শুধু আইসিসি র‍্যাঙ্কিং নয়, WTC পয়েন্ট তালিকায়ও শীর্ষে পৌঁছে গিয়েছে ভারত।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে আগেই সিরিজ জিতে গিয়েছিলেন রোহিত শর্মারা। ধরমশালায় পঞ্চম টেস্ট জিতে আইসিসি (ICC) র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি হল। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট ক্রমতালিকায় এক নম্বরে উঠে এল ভারত। আপাতত রোহিত ব্রিগেডের দখলে রয়েছে ১২২ পয়েন্ট। অন্যদিকে, ১১৭ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্ব টেস্টচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ভারতের কাছে ৪-১ ফলে দুরমুশ হওয়ার পরেও আইসিসি ক্রমতালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ড।

[আরও পড়ুন: মোহনবাগানের বড় ফ্যাক্টর জনি, ডার্বিতে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও, বলছেন ব্যারেটো]

শুধু টেস্ট র‍্যাঙ্কিং নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও শীর্ষে জ্বলজ্বল করছে ভারতের নাম। WTCর এই পর্বে মোট ৯টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে ৬টিতেই জয় পেয়েছে। সবমিলিয়ে আপাতত রোহিত ব্রিগেডের ঝুলিতে রয়েছে ৬৮.৫১ শতাংশ পয়েন্ট। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই WTC পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছিল ভারত। ধরমশালা টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে পৌঁছে গেল মেন ইন ব্লু। দ্বিতীয় স্থানে নেমেছে নিউজিল্যান্ড।

ওয়ানডে এবং টি-টোয়েন্টির আইসিসি ক্রমতালিকায় ইতিমধ্যেই এক নম্বরে ছিল ভারত। এবার টেস্টে এক নম্বরে উঠে এসে তিন ফরম্যাটেই শীর্ষে মেন ইন ব্লু। সেই সঙ্গে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানও। আগামী দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলবে ভারত, উজ্জ্বল হচ্ছে সেই সম্ভাবনা।

[আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজ জয়ের পরই বোর্ড সচিব জয় শাহর প্রশংসায় পঞ্চমুখ রোহিত, কেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement