দেবাশিস সেন: হারিকেন 'বেরিল'-এর প্রভাবে ক্রমশই বিলম্বিত হচ্ছে টিম ইন্ডিয়ার দেশে ফেরা। এখনই বার্বাডোজ ছাড়া হচ্ছে না ভারতীয় দলের। বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের।
ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় দিল্লিতে পৌঁছবেন কোহলি-রোহিতরা। বার্বাডোজ থেকে দেশে ফেরার বিমান ধরার পরিকল্পনা দফায় দফায় পরিবর্তিত হয়েছে বলেই খবর। বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকরাও একই বিমানে দেশে ফিরছেন।
[আরও পড়ুন: রোহিতের এক ফোনেই বদলেছিলেন সিদ্ধান্ত, বিশ্বজয়ের পর অধিনায়ককে ‘ধন্যবাদ’ দ্রাবিড়ের]
হারিকেন 'বেরিল'-এর চোখরাঙানির মধ্যেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালের বল গড়ানোর আগে থেকেই হারিকেন বেরিল লাল চোখ দেখাচ্ছিল। ফাইনালের পরে বার্বাডোজে ঘনায় দুর্যোগ। হারিকেনের প্রভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি।
এর মধ্যেই ভারতীয় ক্রিকেটার ও আটকে থাকা সাংবাদিকদের একই বিমানে দেশে ফেরানোর তৎপরতা শুরু করেন বিসিসিআই সচিব জয় শাহ। অবশেষে তাঁরা বার্বাডোজ ছাড়ছেন। বুধবারের ভারতের স্থানীয় সময় অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ বিমানে উঠবেন বিশ্বজয়ী ক্রিকেটাররা।
এদিকে সংবাদ সংস্থার খবর অনুযায়ী, হারিকেন বেরিল জামাইকার দিকে সরে যাচ্ছে। হাইতি ও ডমিনিকান রিপাবলিকের উপরে আছড়ে পড়তে পারে।