shono
Advertisement
World Test Championship final

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে ভারত, প্রতিপক্ষ কি 'পুরনো শত্রু'রাই?

আগামী বছর 'হোম অফ ক্রিকেট' লর্ডসে বসবে মেগা ফাইনালের আসর।
Published By: Anwesha AdhikaryPosted: 12:23 AM Sep 05, 2024Updated: 12:23 AM Sep 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দামামা। আগামী বছর 'হোম অফ ক্রিকেট' লর্ডসে বসবে মেগা ফাইনালের আসর। আইসিসির ঘোষণার পর থেকেই চর্চা শুরু, লর্ডসে টেস্ট সেরার শিরোপা জিততে কোন দুই দল মুখোমুখি হতে চলেছে? তৃতীয়বার কি ফাইনালে যেতে পারে ভারত? টেস্ট চ্যাম্পিয়নের খেতাব কি আসবে দেশে?

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, আপাতত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ফলে ফের ফাইনালে খেলার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। গত দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। কিন্তু দুবারই পরাস্ত হতে হয়েছে। এবার সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় দেশবাসী। তবে ফাইনালে ওঠার আগে তিনটি টেস্ট সিরিজ খেলবে ভারত। ঘরের মাঠে বাংলাদেশ (দু’টি টেস্ট), নিউ জ়িল্যান্ড (তিনটি টেস্ট) ও বিদেশে অস্ট্রেলিয়ার (পাঁচটি টেস্ট) বিরুদ্ধে খেলবে মেন ইন ব্লু।

[আরও পড়ুন: তিরন্দাজিতে নজির গড়ে সোনা হরবিন্দরের, প্যারালিম্পিকে ফের পদক ভারতের

অজিদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজ নিঃসন্দেহে কঠিন পরীক্ষা হতে চলেছে ভারতের পক্ষে। সদ্য পাকিস্তানকে চুনকাম করে আসা বাংলাদেশও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে রোহিতদের জন্য। প্রতিপক্ষ হিসাবে সমীহ করতে হয় প্রথমবারের টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী নিউজিল্যান্ডকেও। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তিনটি সিরিজেই ভালো পারফরম্যান্স করবে ভারত। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবেন রোহিত শর্মারা। কারণ ভারতের ঝুলিতে সর্বাধিক ৮৫.০৯ শতাংশ পয়েন্ট যেতে পারে।

তাহলে ভারতের প্রতিপক্ষ কে হতে পারে? পয়েন্ট তালিকা অনুযায়ী, গত দুবারের চ্যাম্পিয়নদের মধ্যে একটি দলের মুখোমুখি হতে হবে ভারতকে। অর্থাৎ ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আগামী দিনে ভারত এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে অজিদের। সেখান থেকে সর্বাধিক ৭৬.৩২ শতাংশ পয়েন্ট পেতে পারেন প্যাট কামিন্সরা। ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ডও। তিনটি সিরিজ থেকে সর্বোচ্চ ৭৮.৫৭ শতাংশ পয়েন্ট পেতে পারে ব্ল্যাক ক্যাপসরা। সেক্ষেত্রে ফাইনালে উঠতে পারে নিউজিল্যান্ডও।

[আরও পড়ুন: ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ করদাতা বিরাট, কত নম্বরে ধোনির নাম?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, আপাতত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে ভারত।
  • অজিদের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজ নিঃসন্দেহে কঠিন পরীক্ষা হতে চলেছে ভারতের পক্ষে। সদ্য পাকিস্তানকে চুনকাম করে আসা বাংলাদেশও চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে রোহিতদের জন্য।
  • ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তিনটি সিরিজেই ভালো পারফরম্যান্স করবে ভারত। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামবেন রোহিত শর্মারা। কারণ ভারতের ঝুলিতে সর্বাধিক ৮৫.০৯ শতাংশ পয়েন্ট যেতে পারে।
Advertisement