shono
Advertisement

গণতন্ত্র, একতার বার্তা দিয়ে বিদায়বেলায় আবেগে ভাসলেন ওবামা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও আবেগপ্রবণ৷ কখনও একেবারেই ঘরোয়া মানুষ৷ আবার তার মধ্যে থেকেই  কখনও ঝলক দিয়ে উঠছে তুখোড় এখ কূটনীতিবিদ৷ বিদায়বেলাতেও যিনি শত্রুপক্ষের বিরুদ্ধে এতটুকু নমনীয় নয়৷ বিদায়ী ভাষণে এভাবেই নানা রঙে নিজেকে মেলে ধরলেন বারাক ওবামা৷ মার্কিন ইতিহাসে তিনি নিজেই একটি মাইলফলক৷ প্রেসিডেন্ট হিসেবে যেদিন তাঁকে নির্বাচিত করেছিল জনতা, সেদিন বিশ্ব ইতিহাসের পাতাতেও একটি […] The post গণতন্ত্র, একতার বার্তা দিয়ে বিদায়বেলায় আবেগে ভাসলেন ওবামা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:06 PM Jan 11, 2017Updated: 10:46 AM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও আবেগপ্রবণ৷ কখনও একেবারেই ঘরোয়া মানুষ৷ আবার তার মধ্যে থেকেই  কখনও ঝলক দিয়ে উঠছে তুখোড় এখ কূটনীতিবিদ৷ বিদায়বেলাতেও যিনি শত্রুপক্ষের বিরুদ্ধে এতটুকু নমনীয় নয়৷ বিদায়ী ভাষণে এভাবেই নানা রঙে নিজেকে মেলে ধরলেন বারাক ওবামা৷

Advertisement

মার্কিন ইতিহাসে তিনি নিজেই একটি মাইলফলক৷ প্রেসিডেন্ট হিসেবে যেদিন তাঁকে নির্বাচিত করেছিল জনতা, সেদিন বিশ্ব ইতিহাসের পাতাতেও একটি নতুন অধ্যায় শুরু হয়েছিল৷ নিজের কাজেই সে ইতিহাসের সূচনাটি লিখলেন৷ আজ তার শেষ পরিচ্ছেদটি লিখেই যেন ট্রাম্পের জন্য ইতিহাসের পাতাটি উল্টে দিলেন বারাক৷

কী বললেন তাঁর বিদায়ী ভাষণে? শেষবেলাতে মার্কিন জনতাকে শুনিয়ে গেলেন গণতন্ত্রের সারসত্যটি৷ যেখানে মানুষই ক্ষমতার শেষ কথা৷ আর তাই প্রেসিডেন্ট হিসেবে জনতার প্রতি তাঁর অন্তিম নির্দেশ, নিজেদের উপর বিশ্বাস রাখা৷ পরিবর্তন আনার ডাক দিয়েই সাধারণ মানুষ তাঁকে প্রেসিডেন্টের আসনে বসিয়েছিলেন৷ সে আসন ছাড়ার মুহূর্তে তিনি শুনিয়ে গেলেন পরিবর্তনের নয়া আহ্বান৷ মানুষকে তিনি বললেন পরিবর্তনের জন্য প্রেসিডেন্টের ক্ষমতার উপর নয়, মানুষ যেন নিজেদের উপর বিশ্বার রাখেন৷ ইতিহাসের খাতিরেই পদের পরিবর্তন অবশ্যম্ভাবি৷ সে কথা জানিয়েই বললেন, সে পাল্টানোতে ভয় পাওয়ার কিছু নেই৷ বরং ক্রামগত এই পাল্টাতে থাকাই আমেরিকার শক্তির উস৷

(নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন)

শেষবেলাতে এক চিলতে আবেগও ছুঁয়ে গেল তাঁর কথাতে৷ ধন্যবাদ দিলেন তাঁর দেশের মানুষকে৷ সার্থক জনপ্রতিনিধির মতোই বললেন, তাঁদের সেবা করতে পেরে তিনি গর্বিত৷ এর ফাঁকেই যেন উঁকি দিয়ে গেল ঘরোয়া এক মানুষ৷ স্ত্রী মিশেলকে তাই বললেন, শুধু প্রেসিডেন্টের পত্নী নন, তিনি তাঁর যথার্থ বন্ধুও বটে৷ যেতে যেতে মার্কিন মুলুকের গণতান্ত্রিক কাঠামো রক্ষার উপর অনেকখানি জোর দিয়ে গেলেন বিদায়ী প্রেসিডেন্ট৷ বললেন, যখনই গণতন্ত্রকে হালকা চালে নেওয়া হয়, তখনই ভয়ের কারণ হয়ে ওঠে৷ দল মত নির্বিশেষে সকলে যেন এক পরিচয়ে ভাবিত হন যে তাঁরা বৃহত্তর এক দেশের নাগরিক৷ দেশ কত বড়, তা নিয়ে ইন্টারনেটে অন্যের সঙ্গে ঝগড়া করা বৃথা৷ জাতি বিদ্বেষ যে এই গণাতান্ত্রিক পরিসরের সবথেকে বড় শত্রু, তা জানিয়ে যেতে ভুললেন না৷

(খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার)

মার্কিন জনতাকে উদ্দেশ্য করে বললেও, সন্দেহ নেই, তাঁর এই বার্তা গোটা বিশ্বের কাছেই অত্যন্ত জরুরি৷ বিশ শতকের সবথেকে বড় অর্জন হিসেবে মনে করা হয় এই গণতন্ত্রের অনুশীলনকে৷ বিশেষত গণতন্ত্রের মধ্য দিয়ে একটি দেশের যোগ্য হয়ে ওঠাকে৷ আজ বারাক ওবামাও যখন সেই যোগ্য হয়ে ওঠার সওয়াল করলেন, তখন গোটা বিশ্বের কাছে এই শতকের আগামী রূপরেখাটিও যেন স্পষ্ট হয়ে ওঠে৷ আবার এসবের মধ্যেও খোলা তলোয়ার হয়ে ঝলসে উঠলেন৷ যেখানে তিনি তুখোড়া কূটনীতিবিদ৷ সাফ জানিয়ে দিলেন, রাশিয়া ও চিন আমেরিকার বিরাট প্রভাবের সঙ্গে এঁটে উঠতে পারবে না৷ কিন্তু তা ততক্ষণই যতক্ষণ নিজেদের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে আমেরিকা৷ শুধু একটা বড় দেশ নয়৷ যদি অন্যান্য ছোট ছোট দেশগুলির সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে পারে, তবে শত্রুরা যে চাইলেও কিছু করতে পারবে না সে বার্তা দিয়ে গেলেন প্রেসিডেন্ট৷

এই ভাষণের পর বিশ্ব ইতিহাসেও এক নব অধ্যায়ের শুরু হতে চলেছে৷ ট্রাম্পের হাতে আমেরিকা যেদিকে এগোবে, তার প্রভাব পড়বে গোটা বিশ্বের রাজনীতিতে৷ প্রভাবিত হবে ছোট ছোট দেশগুলি৷ বদলে বদলে যাবে সম্পর্কের সমীকরণগুলি৷ আর তার আগে এক বৃহত্তর মানবিকতা ও গণতান্ত্রিকতার জানলাটি খুলে দিয়ে গেলেন ওবামা নিজেই৷ সেখান থেকে কতটা আলো পড়বে ভবিষ্যতে, সে তো সময়ই বলবে৷

ইমাম বরকতিকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটদুনিয়া

The post গণতন্ত্র, একতার বার্তা দিয়ে বিদায়বেলায় আবেগে ভাসলেন ওবামা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement