সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেলুদার জুতোয় এবার পা গলালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অরিন্দম শীলের পরিচালনায় Zee5 ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘সাবাশ ফেলুদা’ (Shabash Feluda)। পয়লা বৈশাখের দিন প্রকাশিত হল টিজার।
গোয়েন্দা গল্প নিয়ে বাঙালির ভালবাসা চিরন্তন। তা টলিউডের পরিচালকরা ভালভাবেই জানেন। বিশেষ করে অরিন্দম শীল (Arindam Sil)। এর আগে ব্যোমকেশ, শবর, মিতিন মাসির কাহিনি নিয়ে সিনেমা তৈরি করেছেন অরিন্দম। এবার ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছেন ফেলুদার কাহিনি।
[আরও পড়ুন: হিন্দুত্ব নিয়ে বিতর্কিত মন্তব্যের শাস্তি! ভারতীয় ‘নাগরিকত্ব’ হারালেন অভিনেতা]
এর আগে ফেলুদা হিসেবে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। সেই তালিকায় এবার পরমব্রতর নাম যুক্ত হল। এক সময় তোপসে হিসেবে অভিনয় করেছিলেন অভিনেতা। এবার বাঙালি দর্শকদের জন্য নিজের হাতে তুলে নিয়েছেন চারমিনার।
‘গ্যাংটকে গন্ডগোল’-এর কাহিনি ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন পরিচালক অরিন্দম। আর তাতে ফেলুদা পরমব্রতর তোপসে হিসেবে দেখা যাচ্ছে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, রজতাভ দত্তর মতো অভিনেতারা।