shono
Advertisement
WhatsApp

বদলে গেল হোয়াটসঅ্যাপ! বিরাট পরিবর্তন মেটার

ইউজারদের আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি?
Published By: Biswadip DeyPosted: 07:21 PM Feb 06, 2025Updated: 07:22 PM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার। 'কমিউনিকেশন' ব্যাপারটাই আমূল বদলে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয়এই মেসেজিং অ্যাপ। কিন্তু এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। আর সেই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি, এমনই মনে করা হচ্ছে।

Advertisement

কী এই পরিবর্তন?

নতুন আপডেটটি ভয়েস ও ভিডিও দুই কলের জন্যই। এবার থেকে আপনি কোনও গ্রুপ কল করতে চাইলে অংশগ্রহণকারীদের বেছে নিতে পারবেন। এবং সেই কলের শর্টকাটও তৈরি করা যাবে (মোবাইল, ওয়েব দুই সংস্করণেই)। এর পাশাপাশি এফেক্ট ও ফিল্টারও যোগ করতে পারা যাবে ভিডিও কলে। ঠিক যেমন ইনস্টাগ্রামে যায়। কাস্টমাইজ করা যাবে ব্যাকগ্রাউন্ডও। ভিডিওর রেজলিউশনও আগের থেকে অনেকটাই উন্নত।

এই পরিবর্তন পেতে হলে কী করতে হবে?

এই নতুন ফিচারগুলির সুবিধা পেতে হলে অবশ্যই আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিকতম সংস্করণটি থাকতে হবে। আর সেজন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কল নিরাপদ তো?

অবশ্যই নিরাপদ। কেননা হোয়াটসঅ্যাপের কল ও চ্যাট দুই-ই আসলে এন্ড-টু-এনক্রিপ্টেড। কাজেই তার ব্যক্তিগত গোপনীয়তা পুরোদস্তুর বহাল থাকবে। এমনকী ওয়েবে কলের ক্ষেত্রেও বাকিদের থেকে গোপন থাকবে আপনার আইপি অ্যাড্রেস। কিন্তু সমস্যা অন্যত্র। যেহেতু গ্রুপ কল, তাই সকলকে বিশ্বস্ত না মনে করলে গোপন তথ্য শেয়ার না করাই ভালো। কেননা কেউ স্ক্রিন রেকর্ড করছেন কিনা তা আপনি জানেন না। কাজেই সেই সাবধানতাটুকু বজায় রাখাই ভালো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জুড়ি মেলা ভার।
  • 'কমিউনিকেশন' ব্যাপারটাই আমূল বদলে দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয়এই মেসেজিং অ্যাপ।
  • কিন্তু এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। আর সেই পরিবর্তনে ইউজারদের কাছে আরও প্রিয় হয়ে উঠবে অ্যাপটি, এমনই মনে করা হচ্ছে।
Advertisement