shono
Advertisement
Google

গুগল সার্চে এই ৫ শব্দ লিখলেই আজব কাণ্ড! হ্যাকারদের থাবা?

আট থেকে আশি, গুগলের উপর অটুট আস্থা সকলেরই।
Published By: Anwesha AdhikaryPosted: 07:50 PM Mar 02, 2025Updated: 07:50 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল সার্চ মানে যেন মুশকিল আসান। প্রিয় খাবারের রেসিপি হোক বা নতুন অজানা শব্দের অর্থ-কিবোর্ডে চটপট টাইপ করে এনটার মারলেই মিলবে যাবতীয় তথ্য। তাই আট থেকে আশি, গুগলের উপর অটুট আস্থা সকলেরই। কিন্তু এই গুগল সার্চ থেকেই হতে পারে কিছু অদ্ভুতুড়ে কাণ্ড। এমন কিছু শব্দ রয়েছে, যেটা লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনজুড়ে এমন কাণ্ড ঘটবে যা কিনা ইউজারের নিয়ন্ত্রণেই নেই!

Advertisement

কী কী শব্দ রয়েছে এই অদ্ভুতুড়ে কাণ্ডের তালিকায়? প্রথমেই ড্রপ বিয়ার। গুগল সার্চে drop bear লিখলে স্ক্রিনের বাঁদিকে একটি ভাল্লুকের আইকন আসবে। ওই আইকনে ট্যাপ করলেই ঘোলাটে হয়ে যাবে গোটা স্ক্রিন। আর আইকনে থাকা ভাল্লুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভাল্লুকটি নেমে যাওয়ার পরে বোমা বিস্ফোরণ হবে। কেঁপে উঠবে গোটা স্ক্রিন।

আজব কাণ্ড ঘটতে পারে chixuclub লিখলেও। এনটার মারলেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

এই তালিকায় আরও একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাঁদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। উল্লেখ্য, এই ডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।

আজব কাণ্ড ঘটতে পারে 'লাস্ট অফ আস' কথাটি লিখলেও। আসলে এটি একটি ওয়েব সিরিজের নাম। কিন্তু গুগলে এই কথাটি লিখলে স্ক্রিনের তলায় একটি মাশরুম দেখা যাবে। ওই মাশরুমে ক্লিক করলে গোটা স্ক্রিনজুড়ে ছত্রাক গজাতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন, ততবার বাড়তে থাকবে ছত্রাক। সেই স্ক্রিনটি অন্যদের কাছে শেয়ার করার অপশনও থাকবে স্ক্রিনেই। 'are bengal cats legal in Australia' কথাটি লিখলেও আজব কাণ্ড হবে স্ক্রিনে। তবে এই শব্দগুলি লিখে সার্চ করলেও হ্যাক হওয়ার সম্ভাবনা সেভাবে নেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গুগল সার্চে drop bear লিখলে স্ক্রিনের বাঁদিকে একটি ভাল্লুকের আইকন আসবে।
  • এই তালিকায় আরও একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ।
  • আজব কাণ্ড ঘটতে পারে 'লাস্ট অফ আস' কথাটি লিখলেও। আসলে এটি একটি ওয়েব সিরিজের নাম।
Advertisement